পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন ও ডাউনলোড পদ্ধতি ২০২৫

Khalek Rahaman

গ্রাম পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট এখন অনলাইনে বাড়িতে বসেই মোবাইল ফোন কিংবা কম্পিউটার এর মাধ্যমে আবেদন (Income Certificate Online Apply West Bengal) করতে পারবেন। এছাড়াও গ্রাম পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অনলাইন (Income Certificate Download WB) থেকেই ডাউনলোড করে নিতে পারবেন। এখন পঞ্চায়েত অফিসে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে ইনকাম সার্টিফিকেট সংগ্রহ করার দিন শেষ! ঝটপট দেখে নিন কিভাবে ইনকাম সার্টিফিকেট আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে ও কিভাবে ডাউনলোড করবেন।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ইনকাম সার্টিফিকেট এর কাজ কি?

ইনকাম সার্টিফিকেট একটি সরকারি নথি। এর মাধ্যমে কোনো ব্যক্তি বা পরিবারের বার্ষিক আয় কত, তা সরকারি ভাবে নির্ধারণ করা থাকে সার্টিফিকেটে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি, স্কলারশিপ পেতে, শিক্ষা লোন বা কৃষি লোন, বয়স্ক ভাতা ইত্যাদিতে ইনকাম সার্টিফিকেট দরকার পরে।

ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে?

গ্রাম পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন করতে যে সমস্ত ডকুমেন্টস (Income Certificate Online Apply Documents List) লাগবে তা হলো –

  • ক) আবেদনকারীর পাসপোর্ট সাইজের কালার ফটো (JPG -100KB)।
  • খ) বসবাসের প্রমাণপত্র (PDF -2MB)।
  • গ) পরিচয় পত্র (PDF -2MB)।

উল্লেখিত নথি গুলোর মধ্যে দুটো নথি আপলোড করতে হবে – আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছবিসহ ঠিকানার সার্টিফিকেট (শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য), প্যান কার্ড, পোস্ট অফিস ব্যাংকের ছবি যুক্ত বর্তমান পাসবই, ছবিযুক্ত পরিচয়পত্র (কেন্দ্রীয় সরকার/পিএসইউ অথবা রাজ্য সরকার/পিএসইউ-এর), MGNREGA কার্ড, সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক জারি করা ছবিযুক্ত পরিচয়পত্র (শুধুমাত্র শিক্ষার্থীদের জন্য) ইত্যাদি ডকুমেন্টস।

গ্রাম পঞ্চায়েত দপ্তরের পোর্টাল থেকে আরও কি কি সার্টিফিকেট অনলাইন আবেদন করা যাবে?

গ্রাম পঞ্চায়েত দপ্তরে অফিশিয়াল ওয়েবসাইট থেকে, ইনকাম সার্টিফিকেট এর পাশাপাশি Residential, Character, Same Person, Distance, Caste Authentication এবং Unmarried সার্টিফিকেট অনলাইন আবেদন ও ডাউনলোড করা যাবে। সেক্ষেত্রে উপরে উল্লেখিত ডকুমেন্টস গুলোই দরকার পরবে আবেদন করার জন্য।

Income Certificate Online Apply West Bengal

গ্রাম পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন পদ্ধতি

গ্রাম পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন পদ্ধতি খুবই সহজ, নিচের ধাপ গুলো ফলো করুন –

  1. প্রথমে আপনাকে গ্রাম পঞ্চায়েত দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে (https://prd.wb.gov.in) আসতে হবে।
  2. এরপর পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমে ক্লিক করুন।
  3. পরবর্তী পেজে Citizen Corner অপশনে ক্লিক করুন।
  4. এরপর APPLICATION TO GRAM PANCHAYAT FOR CERTIFICATE লেখার নিচে দিকে বক্সে টিক মার্ক করে Proceed এ ক্লিক করুন।
  5. এরপর মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে Sign Up করুন।
  6. এরপর সার্টিফিকেট অনলাইন আবেদন করার ফর্ম চলে আসবে, তা সঠিকভাবে ফিলাপ করুন।
  7. সঠিক ভাবে আবেদন ফর্ম ফিলাপ করে এরপর পাসপোর্ট সাইজের ফটো ও ২টি ডকুমেন্টস আপলোড করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।

ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন করার পর ডকুমেন্টস জমা করতে হবে অফিসে?

ইনকাম সার্টিফিকেট হোক বা বসবাসের প্রমাণপত্র সার্টিফিকেট ইত্যাদি যেকোনো সার্টিফিকেট, গ্রাম পঞ্চায়েত দপ্তরের পোর্টাল থেকে আবেদন করার পর অফিসে জমা করতে হবে না। গ্রাম পঞ্চায়েত দপ্তরের অফিশিয়াল পোর্টাল থেকে অনলাইন আবেদন যেমন করা যাবে ঠিক তেমনি অনলাইন থেকে ইনকাম সার্টিফিকেট ডাউনলোড (WB Income Certificate Download Online) করা যাবে।

Income Certificate Status Check Online West Bengal

ইনকাম সার্টিফিকেট স্ট্যাটস চেক কিভাবে করবো?

ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন করার পর চেক করে দেখে নিন, সার্টিফিকেট তৈরি হয়েছে কিনা, এরজন্য নিচের ধাপগুলো ফলো করুন Income Certificate Status Check করার জন্য –

  1. প্রথমে আপনি wbpms.in এই পোর্টালে আসার পর Citizen Corner এ ক্লিক করুন।
  2. এরপর Application Status and Certificate Download অপশনে ক্লিক করুন।
  3. পরবর্তী পেজে আবেদন করার পর পাওয়া Application Id উল্লেখ করে সার্চে ক্লিক করুন।
  4. সার্টিফিকেট তৈরি হয়ে গেলে Status – Ready To Download দেখাবে।
  5. এরপর ডাউনলোড এ ক্লিক করে মোবাইল নাম্বার উল্লেখ করে, ইনকাম সার্টিফিকেট অনলাইন ডাউনলোড করুন।

ইনকাম সার্টিফিকেট অনলাইন ডাউনলোড পদ্ধতি

গ্রাম পঞ্চায়েত দপ্তরের অফিশিয়াল পোর্টাল থেকে ইনকাম সার্টিফিকেট আবেদন করার পর প্রথমে স্ট্যাটাস চেক করে দেখে নিন। যদি সার্টিফিকেট এপ্রুভ হয়ে যায়, তাহলে নিচের ধাপগুলো ফলো করে ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করুন।

  1. প্রথমে আপনাকে WBPMS এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
  2. এরপর APPLICATION TO GRAM PANCHAYAT FOR CERTIFICATE এর নিচে থাকা বক্সে ক্লিক করে Proceed এ ক্লিক করুন।
  3. আবেদন করার সময় যে মোবাইল দিয়ে Sign Up করেছেন, তা দিয়ে পুনরায় Sign Up করুন।
  4. এরপর আবেদন ফর্মের উপরে Application Status and Certificate Download লেখার উপরে চাপ দিন।
  5. পরবর্তী পেজে দেখতে পারবেন, আপনি কি কি সার্টিফিকেট আবেদন করেছেন ও সার্টিফিকেট হয়ে গেলে Action অপশনে থাকা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন।
Income Certificate Online Download WB

ইনকাম সার্টিফিকেট কতদিনের মধ্যে তৈরি হবে (Approved) অনলাইনে?

গ্রাম পঞ্চায়েত দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হয়েছে, সার্টিফিকেট অনলাইন ইস্যু করতে ৭ দিন সময় লাগবে ছুটির দিন বাদ দিয়ে। আর সার্টিফিকেট এর বৈধতা থাকবে ৬ মাস। একবার ইনকাম সার্টিফিকেট অনলাইন আবেদন করে ডাউনলোড করে নিলে, সেই সার্টিফিকেট ৬ মাস যেকোনো কাজে ব্যবহার করা যাবে। এছাড়াও ৭ কর্মদিবসের বেশি সময়ও লাগতে পারে Income Certificate Approved হতে। যেহেতু, গ্রাম পঞ্চায়েত বিভিন্ন সার্টিফিকেট অনলাইন ইস্যু শুরু করেছে, তাই কিছু সময় বেশি লাগতেও পারে।