CBI Arrests ED Deputy Director: ২০ লাখ টাকার ঘুষের অভিযোগে ওড়িশায় নিযুক্ত ইডির ডেপুটি ডিরেক্টর চিন্তন রঘুবংশীকে গ্রেপ্তার করল সিবিআই

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

CBI Arrests ED Deputy Director Raghuvanshi

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন ইডি-র ডেপুটি ডিরেক্টর! ওড়িশার ভুবনেশ্বরে এক খনি ব্যবসায়ীর কাছ থেকে ২০ লাখ টাকা ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের ফাঁদে পড়েন ইডির ডেপুটি ডিরেক্টর চিন্তন রঘুবংশী। তিনি ২০১৩ ব্যাচের আইআরএস অফিসার।

জানা গেছে, ওই ব্যবসায়ীর নামে চলা একটি দুর্নীতি মামলা তুলে নেওয়ার কথা বলে ৫ কোটি টাকা ঘুষ দাবি করেন রঘুবংশী। বৃহস্পতিবার সিবিআই ঘুষ নেওয়ার অপরাধে তাঁকে পাকড়াও করে। পরে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়।