Uttarkashi Update: উত্তরকাশিতে মেঘফাটা! মুহূর্তেই ভেসে গেল গ্রাম, চোখের সামনে মানুষ হারিয়ে গেল স্রোতে – দেখুন ভিডিও

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
1 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশি জেলায় ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। ভয়ংকর মেঘফাটার (Cloudburst) পর হঠাৎ নেমে আসে পাহাড়ি ঢলের স্রোত। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে জলের তোড়ে ভেসে গেল উত্তরকাশির ধারালি গ্রাম। কি ঘটেছে সেখানে, স্থানীয়দের কেউ কেউ বলছেন

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

“শুধু এক বিকট শব্দ শুনলাম, তারপর চোখের সামনে জল ধেয়ে এলো। সবাই চিৎকার করছে, কেউ কোথাও আটকে গেছে, কেউ কোথায় হারিয়ে গেছে।”

ভিডিওতে দেখা গেছে, পাহাড় থেকে তীব্র গতিতে নেমে আসছে দুধসাদা ফেনার মতো জল। রাস্তা, ঘরবাড়ি, গাছপালা সবকিছু এক নিমিষে ধুয়ে নিয়ে গেছে। চোখের সামনে হারিয়ে যাচ্ছে মানুষের জীবন ও সহায়-সম্পদ।

দেখুন সেই ভিডিও

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।