মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রমিকদের জন্য নতুন একটি প্রকল্প শ্রমশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বাইরের রাজ্যে ও দেশে কাজে থাকা পরিযায়ী শ্রমিকেরা বাড়ি ফিরে এলেই, প্রথমে দেওয়া হবে ভ্রমণ ভাতা ৫০০০ টাকা। এরপর প্রতি মাসে মাসে ৫০০০ টাকা করে এক বছর।
শুরু হয়েছে শ্রমশ্রী প্রকল্পে অনলাইন এর পাশাপাশি অফলাইনে আবেদন। শ্রমশ্রী প্রকল্পে অনলাইন আবেদন করার জন্য Labour Department এর তরফ থেকে শ্রমশ্রী মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। আর শ্রমিকেরা Shramashree Mobile App থেকে সহজেই শ্রমশ্রী প্রকল্পে অনলাইন আবেদন জানাতে পারবেন। এছাড়াও পরিযায়ী শ্রমিকেরা অফলাইনে নিকটবর্তী বিডিও অফিসে কিংবা আমাদের পাড়া আমাদের সমাধান কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে শ্রমশ্রী প্রকল্পে আবেদন জানাতে পারবেন।
শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে?
শ্রমশ্রী প্রকল্পে অনলাইন কিংবা অফলাইন, আবেদন করার জন্য যে সমস্ত নথি লাগবে তা হলো –
ক) পাসপোর্ট সাইজের কালার ফটো,
খ) আধার কার্ড,
গ) ভোটার কার্ড,
ঘ) ব্যাঙ্কের পাশবই।
শ্রমশ্রী প্রকল্পে অনলাইন আবেদন পদ্ধতি / Shramashree Prakalpa Online Apply Process 2025:
১) শ্রমশ্রী প্রকল্পে অনলাইন আবেদন করার জন্য কর্মসাথী পোর্টাল (Parijayee Shramik) থেকে প্রথমত শ্রমশ্রী মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি Shramashree Mobile App Download করতে পারবেন।
২) আপনি যদি পূর্বে কর্মসাথী পোর্টালে (Parijayee Shramik) নাম নথিভুক্ত করে থাকেন। তাহলে রেজিস্ট্রার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে লগইন করুন। এরপর যেসকল বক্স ফাঁকা সেগুলো ফিলাপ করুন।
৩) আর আপনি যদি পূর্বে পরিযায়ী শ্রমিক বা কর্মসাথী পোর্টালে রেজিষ্ট্রেশন না করে থাকেন, তাহলে শ্রমশ্রী মোবাইল অ্যাপটি খুলে রেজিস্ট্রারে ক্লিক করে মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে রেজিস্ট্রার করুন। রেজিস্ট্রেশন করার সময় নাম, বাবার নাম, আধার কার্ড নাম্বার উল্লেখ করতে হবে।
৪) রেজিস্ট্রেশন হয়ে গেলে, অ্যাপের হোম পেজে আবার রেজিস্ট্রার মোবাইল নাম্বার দিয়ে লগইন করুন। এরপর আবেদন ফর্মটি সঠিক ভাবে পূরন করুন।
৫) এরপর উপরে উল্লেখিত ডকুমেন্টস গুলো 500KB এর মধ্যে JPG/PDF/PNG ফাইলে আপলোড করে সাবমিট করুন।
৬) আবেদন হয়ে গেলে রেজিস্ট্রার মোবাইল নাম্বারে মেসেজ পাবেন, এরপর কোন কোন সহায়তা পেতে চান তা সিলেক্ট করে Save & Next এ ক্লিক করুন।
৭) আবেদন হয়ে গেলে, আপনি App থেকে ও Karmasathi Portal থেকে Status চেক করতে পারবেন – রেজিস্ট্রার মোবাইল নাম্বার দিয়ে লগইন করে।
Shramashree Prakalpa Update Mobile App Download Link:- Download Now
শ্রমশ্রী প্রকল্পে অফলাইন আবেদন পদ্ধতি / Shramashree Prakalpa Form Fill Up 2025:
পরিযায়ী শ্রমিকেরা অনলাইন এর পাশাপাশি অফলাইনের মাধ্যমেও শ্রমশ্রী প্রকল্পে আবেদন জানাতে পারবেন। এরজন্য নিকটবর্তী বিডিও অফিস/আমাদের পাড়া আমাদের সমাধান/দুয়ারে সরকার ক্যাম্প থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে তা সঠিকভাবে ফিলাপ করে, উপযুক্ত নথি সহকারে সেখানেই জমা করতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে শ্রমশ্রী প্রকল্পের অফলাইন ফর্ম ডাউনলোড করতে পারবেন।
শ্রমশ্রী প্রকল্প অফলাইন আবেদন ফর্ম ফিলাপ লিংকঃ- Download
শ্রমশ্রী প্রকল্প স্ট্যাটাস চেক পদ্ধতি / Shramashree Prakalpa Status Check Online: শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার পর দুটি ধাপ ফলো করে আবেদনের স্থিতি যাচাই করতে পারবেন আবেদনকারীরা। শ্রমশ্রী প্রকল্পে অফলাইন কিংবা অনলাইন আবেদন করার সময় উল্লেখিত রেজিস্ট্রার মোবাইল নাম্বার দিয়ে Shramashree Prakalpa Status Check করা যাবে খুব সহজেই। নিচের ধাপ গুলো ফলো করুন –
১) শ্রমশ্রী Mobile App কিংবা কর্মসাথী পোর্টাল যেকোনো একটি ওপেন করুন। নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন। এরপর রেজিস্ট্রার মোবাইল ফোন নাম্বার দিয়ে লগইন করুন।
২) রেজিস্ট্রার মোবাইল নাম্বার দিয়ে লগইন করার পর Status Check অপশনে ক্লিক করে দেখে নিন, আবেদনের স্থিতি।
৩) কর্মসাথী পোর্টাল থেকে স্ট্যাটাস চেক করার পাশাপাশি, সার্টিফিকেট ডাউনলোড ও কার্ড ডাউনলোড করতে পারবেন পরিযায়ী শ্রমিকেরা।
শ্রমশ্রী প্রকল্পে আবেদন করার সময় কোনোরকম সমস্যা হলে কিংবা পরিযায়ী শ্রমিকদের কোনো প্রশ্ন থাকলে, শ্রম দপ্তরের অফিসিয়াল হেল্প লাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন। West Bengal Labour Department Helpline Number ✆ 1800-103-0009
Karma Sathi Parijayee Shramik Portal Link:- Click Now
শ্রমশ্রী প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া হতে পারে?
পরিযায়ী শ্রমিকেরা শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে ভ্রমণ ভাতা হিসেবে ৫০০০ টাকা পাবেন। এছাড়াও বাড়ি ফেরার পর প্রতি মাসে ৫০০০ টাকা করে এক বছর ধরে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে।
শুধু তাই নয়, প্রকল্পের আওতায় শ্রমিকেরা পাবেন স্বাস্থ্য সাথী কার্ড, খাদ্য সাথী কার্ড-সহ একাধিক সুবিধা। এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আবেদনের নিয়ম অনুযায়ী—
- আবেদন করার পর আবেদনকারীর রেজিস্টার্ড মোবাইল নম্বরে ফোন করে তথ্য যাচাই করা হবে।
- যাচাই সম্পন্ন হলে তথ্য ব্লকে ফরওয়ার্ড করা হবে।
- এরপর জেলায় ও সর্বশেষে রাজ্য স্তরে ভেরিফাই হওয়ার পর টাকা দেওয়া শুরু হবে।
এছাড়া আবেদনকারীরা তাদের আবেদনের সমস্ত তথ্য শ্রমশ্রী মোবাইল অ্যাপ ও কর্মসাথী পোর্টাল-এ রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগইন করে চেক করতে পারবেন।