জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন (জেইই) মেন-এর আয়োজন করে থাকা জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থা (এনটিএ) প্রকাশ করেছে JEE Main 2026 নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী অক্টোবর ২০২৫ থেকে শুরু হচ্ছে JEE Main 2026 এর অনলাইন আবেদন তথা ফর্ম ফিলাপ । তবে তার আবেদনকারীর যেসব বিষয় অবশ্যই সঠিক আছে কি না দেখে নিতে হবে। তা হলো –
১. প্রথমত আবেদনকারীর আধার কার্ডের নাম, জন্মতারিখ, ঠিকানা ও ছবিসহ সব তথ্য যেন মাধ্যমিক ( ক্লাস ১০) এর রেজাল্ট/রেজিস্ট্রেশন/অ্যাডমিট কার্ডের সঙ্গে মিল হতে হবে।
২. দ্বিতীয়ত যারা সংরক্ষিত কোটায় আবেদন করবে তাদের অবশ্যই ক্যাটাগরি সার্টিফিকেট (জাতিগত পরিচয়পত্র) যেমন এস সি, এস টি, EWS ও ওবিসি সার্টিফিকেট ভ্যালিড বা বৈধ কিনা দেখতে হবে অর্থাৎ নাম, জন্মতারিখ, পিতার নাম, ঠিকানা এছাড়া মেয়াদ আছে কিনা এবং এটাও দেখতে হবে সরকার কর্তৃক ইস্যু করা রয়েছে কিনা , নয়তো আবেদন বাতিল হয়ে যাবে।
৩. এছাড়াও প্রতিবন্ধী প্রার্থীদের UDID কার্ড অর্থাৎ (প্রতিবন্ধী) সার্টিফিকেট সঠিক আছে কিনা দেখে নিতে হবে। না হলে আবেদন বাতিল হয়ে যাবে বলে জানান কতৃপক্ষ।
JEE Main হচ্ছে সর্বভারতীয় স্তরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি নিয়ে স্নাতকে ভর্তির জন্য পরীক্ষা যা আয়োজন করে থাকে জাতীয় নিয়ামক সংস্থা (এনটিএ)। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে দু’টি পর্বে জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা আয়োজন করে আয়োজন সংস্থা এনটিএ।
বিজ্ঞপ্তিতে বলে জানুয়ারি ২০২৬ এ প্রথম পর্বের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় পর্বের ভর্তি পরীক্ষা হবে এপ্রিল ২০২৬। আগামীকাল ২৯ সেপ্টেম্বর এনটিএ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে কাগজপত্র কে?
প্রসঙ্গত, প্রতি বছর দেশের বিভিন্ন আইআইটি, এনআইটি-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ারিংয়ের বিটেক, বিআর্ক, বিপ্ল্যানিং ডিগ্রি কোর্সে ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স এগজাম (জেইই) হলো প্রবেশের মূল রাস্তা এবং JEE Advanced পরীক্ষা দেওয়ার সুযোগের দরজা খুলে দেয়। তাই ফর্ম ফিলাপের আগে কোনো ধরনের ত্রুটি দেখা না দেয় সেজন্য এনটিএ এই সিদ্ধান্ত নিয়েছে।
