মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও রাশিয়া ইউক্রেন অপরদিকে গাজা ইসরাইলের যুদ্ধ বন্ধ করতে পারেননি এরমধ্যে তিনি মঙ্গলবার কুয়ান্টিকো, ভার্জিনিয়ায় সামরিক শীর্ষকর্তাদের সঙ্গে এক বৈঠকে বলেন, তিনি যদি নোবেল শান্তি পুরস্কার না পান তবে সেটি আমেরিকার জন্য একটি ‘অপমান’ হবে। তিনি দাবি করেছেন, একাধিক যুদ্ধ সমাধানে তার ভূমিকার কারণে এ পুরস্কার পাওয়া উচিত।
এছাড়া পাক সেনাপ্রধান আসিম মুনির ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধের কৃতিত্ব তাঁকেই দিয়েছেন, এই নিয়ে ফের মুখ খুলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিন ধরেই ট্রাম্প নোবেল পুরস্কারের জন্য বিভিন্ন নিউজে আগ্রহ প্রকাশ করে আসছেন।
সেদিন বৈঠকে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে জানান,
“আমি নোবেল পাব? একেবারেই না। ওরা সেটা দিয়ে দেবে এমন কাউকে, যিনি কিছুই করেননি। এটা হবে আমাদের দেশের জন্য ভীষণ অপমান।”
সম্প্রতি হোয়াইট হাউস থেকে গাজা যুদ্ধ থামাতে ২০ দফার একটি প্রস্তাব প্রকাশ করা হয়। এতে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। ইসরায়েল ইতিমধ্যেই কিছু শর্ত মেনে নিয়েছে বলে জানা গেলেও হামাস এখনো চূড়ান্ত সম্মতি দেয়নি।
শর্তাবলী মধ্যে গাজা শাসনে হামাসের কোনো ভূমিকা থাকবে না।
ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন যে , তিনি নোবেল চাইছেন না নিজের জন্য, চান তাঁর দেশ পাবে । বিশেষজ্ঞরা ধারণা করছেন তাঁর নোবেল শান্তি পুরস্কার পাওয়ার সম্ভাবনা নেই বললেই হয়।
প্রসঙ্গত , এ বছর ১০ অক্টোবর নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে , এছাড়াও প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।