আধার কার্ডে মোবাইল নাম্বার লিংক, সংশোধন ও বায়োমেট্রিক আপডেট অনলাইন বুকিং
যদি আপনার আধার কার্ডে নাম,ঠিকানা, বাবা কিংবা স্বামীর নাম অথবা বায়োমেট্রিক, জন্ম তারিখ ইত্যাদি কিছু ভুল থাকে বা পরিবর্তন কিংবা আপডেট করতে হয়। তাহলে এখন আপনি তা ৫০ টাকা কিংবা ১০০ টাকা দিয়ে তা সংশোধন বা আপডেট করে নিতে পারবেন।
আপনাকে এখন আর লম্বা লাইনে দাঁড়িয়ে আধার কার্ড আপডেট বা ভুল সংশোধন করতে হবে না। আপনি আপনার পছন্দ মতো সময় ও দিনে এখন আধার কার্ড সংশোধন বা আপডেট করতে পারবেন। এরজন্য অবশ্য আপনাকে আধার কার্ড এর অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিতে হবে। এতে আপনার সময় ও বাঁচবে সাথে দীর্ঘ সময় ও বার বার আধার কেন্দ্রে যাতায়াত ও করতে হবে না।
তাহলে কিভাবে আপনি বাড়িতে বসে Aadhaar Appointment Book করতে পারবেন অনলাইনে। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো দেখুন….
Aadhar Appointment Booking Online:-
১) প্রথমে আপনাকে আধার কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিচে লিংক দেওয়া হলো।
২) এরপর Book an Appointment এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে নিকটবর্তী Aadhaar Seva Kendra সিলেক্ট করে Proceed To Book Appointment এ ক্লিক করুন।
৪) এরপর মোবাইল নাম্বার দিয়ে লগইন করুন।
৫) পরবর্তী ধাপে আধার কার্ড নাম্বার ও নাম বসিয়ে দিয়ে এগিয়ে যান।
৬) এরপর আপনার আধার কার্ডে কি কি ঠিক করতে হবে তা সিলেক্ট করে এগিয়ে যান।
৭) পরবর্তী পেজে আপনি কোন দিন ও কোন সময়ে সেই আধার সেন্টার এ গিয়ে আপনার আধার কার্ড ঠিক করতে চান তা সিলেক্ট করুন।
৮) অবশেষে পেমেন্ট করতেই আপনার কাজ হয়ে যাবে। এরপর Application Copy ডাউনলোড করে প্রিন্ট করে, নিয়ে যেতে হবে ডকুমেন্টস সহকারে, যা সিলেক্ট করেছেন।
Website Link :- Click