Aadhaar HoF Self Declaration: ডকুমেন্টস ছাড়াই আধার কার্ড ঠিকানা পরিবর্তন অনলাইনে, দেখুন!

Khalek Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

আপনি কি কাজের সূত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছেন? অথবা বিয়ের পর স্বামীর বাড়িতে বসবাস শুরু করেছেন? এখন আপনার আধার কার্ডে থাকা পুরনো ঠিকানা পরিবর্তন করা খুব সহজ।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

বিয়ের পর অনেকেই বাবার ঠিকানা পরিবর্তন করে স্বামীর ঠিকানা যুক্ত করতে চান এবং বাবার নামের পরিবর্তে স্বামীর নাম আধার কার্ডে যুক্ত করতে চান।

তাহলে আপনার জন্য খুশির খবর এই যে, আপনি এখন আধার কার্ডে ডকুমেন্ট ছাড়াই ঠিকানা পরিবর্তন করতে পারবেন! এছাড়াও আপনি Head of Family (HoF) মোড ব্যবহার করে আপনার আধার কার্ডে বাবার নাম পরিবর্তন করে স্বামীর নামও যুক্ত করতে পারবেন।

আধার কার্ডের ঠিকানা পরিবর্তন আপনি দুইভাবে অনলাইনে আবেদন করতে পারবেন। এক আপনি উপযুক্ত ডকুমেন্টস আপলোড করে এই কাজটি করতে পারবেন। তবে ডকুমেন্টসে অবশ্যই সেই নতুন ঠিকানা উল্লেখ থাকতে হবে। আর দ্বিতীয়ত আপনি কোনোরকম ডকুমেন্টস ছাড়াই HoF মোড অপশন সিলেক্ট করে অনলাইনে আধার কার্ডের ঠিকানা ও বাবার নাম পরিবর্তন করতে পারবেন ও নতুন ঠিকানা যুক্ত করতে পারবেন।

আজকের প্রতিবেদনে দেখে নিন, কিভাবে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন ও স্বামীর নাম যুক্ত করবেন –

১) প্রথমে Aadhaar Card এর অফিসিয়াল ওয়েবসাইটে আসুন।
২) এরপর যার আধার কার্ডের ঠিকানা পরিবর্তন ও স্বামীর নাম যুক্ত হবে, সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার দিয়ে Log In এ ক্লিক করে লগইন করুন।
৩) এরপর Address Update এ ক্লিক করে, Head Of Family (HOF) Based Address Update এ ক্লিক করুন।

৪) পরবর্তী পেজে যে ব্যক্তির নাম ও ঠিকানা আপনার আধার কার্ডে যুক্ত করতে চান (বাবা/মা/ স্বামী), তাঁর আধার কার্ড নাম্বার উল্লেখ করুন।
৫) এরপর নিচে Documents Type থেকে Self Declaration – HOF অপশন সিলেক্ট করে HOF ফর্মটি পূরণ করে আপলোড করুন।
৬) এরপর পেমেন্ট করুন ৫০ টাকা, আবেদন হয়ে গেলে Acknowledgement স্লিপ ডাউনলোড করুন।
৭) আবেদন রিসিভ কপিতে থাকা SRN Number লিখে রাখুন।
৮) এরপর আবারও Aadhaar Card এর ওয়েবসাইটে এসে যে ব্যক্তির আধার কার্ড নাম্বার উল্লেখ করেছেন আবেদন করার সময় (স্বামী/বাবা/মা/অভিভাবক),তার নাম্বার দিয়ে লগইন করুন।

৯) এরপর My Head Of Family Request এ ক্লিক করে SRN Number উল্লেখ করে সাবমিট করুন।
১০) আপনার আবেদন সম্পন্ন হয়ে গেলে ৩০ থেকে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে আধার কার্ড সংশোধন হয়ে যাবে ও নতুন আধার কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। এর পাশাপাশি পোস্ট অফিসের মাধ্যমে আধার কার্ড ও পেয়ে যাবেন।

Aadhar Card Head Of Family (HoF) Application Form Pdf / Aadhaar Card ‘Head of Family’ based online address update Form : Download 

Aadhaar Card Official Website Link:- Click