টেক টিপস

আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করুন অনলাইনে ডকুমেন্টস ছাড়াই নতুন নিয়ম

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

আধার কার্ড এমনি একটি ডকুমেন্টস যা আমাদের বয়সের প্রমাণ পত্র, ঠিকানা প্রমাণ পত্র ও পরিচয় পত্র হিসাবে কাজে আসে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আধার কার্ড দিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারি।প্যান কার্ড আবেদন,পাসপোর্ট আবেদন থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা ইত্যাদি জায়গায় আধার কার্ড আমরা ডকুমেন্টস হিসাবে জমা করে থাকি।

আজকের প্রতিবেদনে আমরা দেখে নিচ্ছি, যদি আপনার আধার কার্ডে ঠিকানা ভুল থাকে তাহলে, আপনি এখন অনলাইনে কোনোরকম ডকুমেন্টস ছাড়াই আপনার আধার কার্ড এর ঠিকানা পরিবর্তন করে নিতে পারবেন।

ধরুন আপনি আপনার স্ত্রীর আধার কার্ড এর ঠিকানা পরিবর্তন করে আপনার ঠিকানায় নিয়ে আসবেন আপনি সেটিও করতে পারবেন। পাশাপাশি আপনার পরিবারের কারো আধার কার্ড এর ঠিকানা ভুল রয়েছে আর আপনার আধার কার্ডে ঠিকানা সঠিক রয়েছে তাহলেও আপনি আধার কার্ড এর ঠিকানা সংশোধন করতে পারবেন অনলাইনে ডকুমেন্টস ছাড়াই।

আধার কার্ড সংশোধন ডকুমেন্টস ছাড়াই / Aadhaar Card Address Change Online Without Documents

প্রথম ধাপ:-

১) প্রথমে আপনাকে আধার কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। লিংক নিচে দেওয়া রয়েছে।

২) এরপর লগইন এ ক্লিক করে যার আধার কার্ড এর ঠিকানা পরিবর্তন করবেন তার আধার কার্ড নাম্বার বসিয়ে লগইন করুন।
৩) এরপর Online Update Service এ ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে Head Of Family(HOF) Based Address Update অপশনে ক্লিক করুন।
৫) এরপর আপনার সামনে Details Of HOF Required For Update এর ঘরে যার আধার কার্ড দিয়ে আধার কার্ড ঠিক করতে চান, তার আধার কার্ড নাম্বার বসিয়ে দিন। এরপর নিচে রিলেশন টাইপ সিলেক্ট করুন ও ডকুমেন্টস সিলেক্ট করে আপলোড করুন।
৬) এরপর পরবর্তী পেজে ৫০ টাকা দিয়ে পেমেন্ট করলেই হয়ে যাবে।

৭) আপনার সামনে পেমেন্ট এর স্লিপ চলে আসবে। সেখানে SRN Number পেয়ো যাবেন তা লিখে ও ডাউনলোড করে নিন।

দ্বিতীয় ধাপ:-

১) এরপর আবারও আধার কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, তারপর লগইন এ ক্লিক করুন যার আধার কার্ডে এ ঠিকানা ঠিক রয়েছে তার আধার কার্ড নাম্বার দিয়ে।
২) লগইন করার পর My Head Of Family Request এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে SRN Number বসিয়ে দিয়ে Accept করলেই আপনার কাজ হয়ে যাবে।

৪) এরপর ৭-১৫ দিন পর স্ট্যাটাস চেক করে দেখলে দেখতে পারবেন আধার কার্ড এর ঠিকানা পরিবর্তন হয়ে গিয়েছে।

Aadhaar Card Official Website Link:- ক্লিক 

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন:- লিংক

Related Articles

Back to top button