আধার কার্ড প্রত্যেক ভারতীয়দের কাছে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। যদি কোনো নাগরিকের আধার কার্ড না থাকে,তাহলে তাঁকে সরকারি বিভিন্ন সুবিধা পেতে নানান সমস্যার সম্মুখীন হতে হয়।
শুধু তাই নয়-ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে,প্যান কার্ড বানাতে,পাসপোর্ট বানাতে ইত্যাদি নানান কাজে আধার কার্ড এর ভুমিকা অপরিসীম।
কিন্তু সমস্যা তখনই, যখন আপনার হাতে থাকা আধার কার্ডের মধ্যে – নাম,ঠিকানা,বয়স কিংবা লিঙ্গ ইত্যাদি ভুল থাকে।
তবে চিন্তার কারন নেই,এখন আপনি খুব সহজেই আপনার হাতে থাকা ভুল আধার কার্ড সংশোধন করতে পারবেন অনলাইনে মোবাইল ফোন দিয়ে ৫০ টাকা খরচ করে।
আধার কার্ড সংশোধন অনলাইন | Aadhar Card Correction Online Bengali – Name & Date Of Birth, Address,Gen
১) প্রথমে আপনাকে আধার কার্ড এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) myaadhaar.uidai.gov.in পোর্টালে এসে লগইন এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আধার কার্ড নাম্বার ও OTP বসিয়ে দিয়ে লগইন করুন।
৪) এরপর Name/Gender/Date Of Birth / Address Update এ ক্লিক করুন।
৫) পরবর্তী পেজে আপনার কি ভুল রয়েছে তা সিলেক্ট করে সঠিক উল্লেখ করে, একটি সঠিক ডকুমেন্টস আপলোড করে Next করুন।
৬) এরপর ৫০ টাকা পেমেন্ট করতেই আপনার আবেদন হয়ে যাবে। এবং আপনার সামনে Acknowledgement Slip চলে আসবে, তা দিয়ে Status Check করতে পারবেন।
Website Link:- Click
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক