আধার কার্ডে তাড়াতাড়ি দুটি ডকুমেন্ট আপলোড করুন,হাতে সময় কম,দেখুন আপডেট পদ্ধতি!
আধার কার্ডের সঙ্গে দুটো ডকুমেন্টস আপলোড করার জন্য হাতে সময় খুবই কম। নির্দিষ্ট সময়ের মধ্যে আধার কার্ডে এই দুটো ডকুমেন্টস আপলোড না করলে দিতে হবে ফাইন। গতকাল রাত থেকে সারা দেশ জুড়ে কার্যকর হয়েছে CAA। নাগরিকত্ব পাওয়ার জন্য করতে হবে অনলাইন আবেদন।
আধার কার্ড প্রত্যেক ভারতীয়দের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাসপোর্ট ইত্যাদি তৈরি করতে দরকার পরে এই আধার কার্ড। কিন্তু আপনার আধার কার্ডে যদি এই দুটো ডকুমেন্টস আপলোড করা না থাকে,ভবিষ্যতে হয়তো সমস্যা হতে পারে। ঝটপট দেখে নিন, কিভাবে আধার কার্ডে দুটো ডকুমেন্টস আপলোড করবেন অনলাইনে,মোবাইল ফোনের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে (14/03/2024 শেষ তারিখ)।
প্রথমে চেক করে দেখে নিন আপনার আধার কার্ডের Validity Status কি রয়েছে
আধার কার্ডে ডকুমেন্টস আপলোড আপডেট প্রয়োজন নাকি তার পাশাপাশি বায়োমেট্রিক আপডেট ও বাধ্যতামূলক আপনার জন্য করা হয়েছে। নিচের কয়েকটি ধাপ ফলো করে প্রথমে তা চেক করে নিন।
১) প্রথমে আপনাকে My Aadhaar এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Check Aadhaar Validity তে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দিন ও নিচে থাকা ক্যাপচার কোড উল্লেখ করে Proceed এ ক্লিক করুন।
৪) আপনার সামনে আপনার আধার কার্ডে ডিটেইলস আসবে,তার নিচে দেখতে পারবেন আধার কার্ড ডকুমেন্ট আপডেট প্রয়োজন নাকি বায়োমেট্রিক আপডেট প্রয়োজন।
এখন দেখে নিন,আধার কার্ডে ডকুমেন্ট আপডেট কিভাবে করবেন অনলাইনে-
১) প্রথমে আপনাকে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Log In এ ক্লিক করে আধার কার্ড নাম্বার উল্লেখ করে লগইন করুন।
৩) এরপর Document Update এ ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে Next এ ক্লিক করে, ডকুমেন্ট আপলোড এর ধাপে আসুন।
৫) দুটো ডকুমেন্ট আপডেট করতে হবে, একটি পরিচয় পত্র অপরটি ঠিকানার প্রমাণ পত্র। লিস্টে থাকা যেকোনো একটি করে ডকুমেন্ট সিলেক্ট করে তা আপলোড করলেই, আপনার আবেদন হয়ে যাবে।
Aadhar Card Website Link:- Click