আধার কার্ড আপডেট, না হলে পাবেন না প্রকল্পের টাকা! দেখুন আপডেট পদ্ধতি
আধার কার্ড বর্তমানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ট্রেন, হোটেল ইত্যাদির টিকিট বুকিং করতে এই আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। বলা যায় বর্তমান সময়ে আধার কার্ড ছাড়া বেশিরভাগ কাজেই অসম্ভব।
শুধু তাই নয়, যেকোনো প্রকল্পের টাকা এখন সরাসরি আধার কার্ড এট মাধ্যমে অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। তার জন্যও আধার কার্ড নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিংক থাকা বাধ্যতামূলক।
ইতিমধ্যেই আধার কার্ড নিয়ে নতুন নির্দেশিকা জারি করলো Uidai। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিচয় পত্র( Identity Proof) ও ঠিকানার প্রমাণ ( Address Proof) এর নথিগুলি আধার কার্ডের তালিকাভুক্তির প্রতি ১০ বছর অন্তর অন্তর ১ বার করে আপডেট করতে হবে সকলকেই।
দেখুন কিভাবে আধার কার্ড এর নথিগুলি আপডেট করবেন মোবাইল ফোন দিয়ে, নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…
১) প্রথমে আপনাকে myaadhaar.uidai.gov.in এই ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর লগইন এ ক্লিক করে আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে লগইন করুন।
৩) লগইন করতেই হোম পেজ চলে আসবে নিচে Documents Update এ ক্লিক করুন।
৪) এরপর ২ বার Next এ ক্লিক করুন ও পরবর্তী পেজে আপনার নাম,ঠিকানা, বয়স দেখতে পারবেন।
৫) নিচে দুটি ডকুমেন্টস 2MB এর মধ্যে JPEG/PNG/Pdf Format File এ আপলোড করুন।
৬) একটি পরিচয় পত্রের প্রমাণ অপরটি ঠিকানার প্রমান, এরপর Next করুন।
৭) পরবর্তী পেজে ২৫ টাক পেমেন্ট করুন অনলাইনে।
৮) পেমেন্ট হয়ে গেলে আপনি Acknowledgement Slip পেয়ে যাবেন, সেটি ডাউনলোড করে রাখুন। সেখানে থাকা SRN Number দিয়ে পরবর্তীতে Status Check করতে পারবেন।
Aadhar Card Website Link:- Click
Aadhar Card Document Update Online Video:- দেখুন ভিডিও
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক