আপনি যদি একজন ভারতীয় হয়ে থাকেন, আর আপনি চাচ্ছেন যে আপনি প্রতিবেশী দেশ বাংলাদেশে ঘুরতে যাবেন।তাহলে অবশ্যই আপনাদের ভিসা করাতে হবে। এখন প্রশ্ন হলো ভিসা আবেদন করবেন? কি কি ডকুমেন্টস লাগবে? কত টাকা খরচ হয় ভিসা আবেদনে? আপনি কিন্তু এই ভিসা অনলাইন আবেদন করতে পারবেন। সমস্ত কিছু আজকের প্রতিবেদনে আলোচনা করা হলো।
ভিসা সাধারণত অনেক ধরনের হয়ে থাকে- টুরিস্ট, ব্যাবসায়ী, শিক্ষা, চিকিৎসা, ইনভেস্ট, চাকরি ইত্যাদি অনেক ধরনের।
বাংলাদেশ ভিসা অনলাইন আবেদন ( Bangladesh Visa For Indian Bengali):-
১) প্রথমে আপনাকে বাংলাদেশ এর ভিসার অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। https://www.visa.gov.bd/
২) এরপর নিচে নেক্সট এ ক্লিক করে এগিয়ে যান।
৩) পরবর্তী পেজে আপনি একটি জিমেইল আইডি বসিয়ে দিয়ে নেক্সট করুন।
৪) এরপর আবেদন ফরম চলে আসবে। যেখানে মোট ৭টি ধাপ সম্পূর্ণ করলে আবেদন হয়ে যাবে।
৫) প্রথমে ধাপে আপনার নাম,ঠিকানা, মোবাইল নাম্বার,ফটো ইত্যাদি বসিয়ে দিন। এরপর নতুন নাকি রিনুয়্যাল করবেন ভিসা সিলেক্ট করুন, কতদিনের জন্য ভিসা দরকার, কি ভিসা আবেদন করতে চান, কত দিন বাংলাদেশে থাকবেন, কোন জায়গায় থাকবেন ইত্যাদি সবকিছু ফিল করে সমস্ত ধাপ সম্পূর্ণ করলে শেষে একটি Application Recipe Copy পেয়ে যাবেন।
৬) এরপর সেই কপিকে প্রিন্ট করে ডকুমেন্টস সহকারে জমা করতে হবে।
ভিসা আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে- Bangladesh Visa Apply Documents :-
১) আপনার পাসপোর্ট এর প্রথম ও শেষ পাতার জেরক্স লাগবে। সাথে অরিজিনাল পাসপোর্ট লাগবে।
২) আধার কার্ড এর জেরক্স লাগবে।
৩) ভ্যাকসিন(করোনা) সার্টিফিকেট লাগবে।
৪) আধার কার্ড জেরক্স লাগবে।
৫) পাসপোর্ট সাইজের কালার ফটো লাগবে পিছনে সাদা থাকবে ব্যাকগ্রাউন্ড।
ভিসা আবেদন করতে কত টাকা লাগবে? Bangladesh Visa Apply Charge :-
আমরা সবাই জানি ভিসা অনেক রকমের হয়ে থাকে।তাই আপনার যেই ভিসা প্রয়োজন সেই হিসাবে আপনার ভিসার দাম ও বেশি কম রয়েছে। এই সম্বন্ধে বিস্তারিত জানতে নিচে দেওয়া যোগাযোগ নাম্বারে যোগাযোগ করুন।
ভিসা কবে পাবেন( Visa Status Check):-
ভিসা আবেদন করার পর আপনার ভিসা কবে আসবে বর্তমানে কোথায় রয়েছে কিভাবে চেক করবেন।এরজন্য আপনাকে https://www.bdvisa.com/ এই ওয়েবসাইটে আসতে হবে। এরপর Track Your Application এ ক্লিক করে Passport Number বসিয়ে দিয়ে চেক করে দেখে নিতে পারবেন সবকিছু।
Visa Online Apply Link:- https://www.visa.gov.bd/
Visa Online Apply Full Process Video Link:- https://youtu.be/dgQDU6B8ryQ
Visa Status Check Link:- https://www.bdvisa.com/
সঠিক ভাবে আবেদন করার পর।সমস্ত ডকুমেন্টস ও অরিজিনাল পাসপোর্ট একসাথে আবেদন কপির সাথে যুক্ত করে নিম্নে উল্লিখিত ঠিকানায় জমা করে আসতে হবে। এরপর আপনার ভিসা বাড়িতে চলে আসবে।
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক