Air India তে চাকরি মাধ্যমিক পাশে,শুধু ইন্টারভিউ এর মাধ্যমে-বেতন ১৭,৮৫০ টাকা!
দেশের প্রসিদ্ধ বিমান সংস্থা Air India Air Transport Services Limited এর তরফ থেকে নতুন চাকরির নোটিফিকেশন প্রকাশিত হলো। ভারতীয় এই বিমান সংস্থায় আপনি মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন। এয়ার ইন্ডিয়াতে চাকরির করার ইচ্ছে থাকলে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, বেতন কি রয়েছে, নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে।
পদের নামঃ– Air India Air Transport Services Limited এর তরফ থেকে বেশ কিছু শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যেগুলো হলো হান্ডিম্যান/ হ্যান্ডিওম্যান(Handyman / Handywomen), জুনিয়র অফিসার-টেকনিক্যাল(Junior Officer-Technical), রাম্প সার্ভিস এক্সিকিউটিভ / ইউটিলিটি এজেন্ট কাম রাম্প ড্রাইভার ( Ramp Service Executive /
Utility Agent Cum Ramp
Driver)।
শূন্যপদঃ–
1) Handyman / Handywomen – 279টি,
2) Junior Officer-Technical- 5 টি,
3) Ramp Service Executive /
Utility Agent Cum Ramp
Driver- 39 টি পদেে কর্মী নিয়োগ করা হচ্ছে।
যোগ্যতাঃ–
১) হান্ডিম্যান/ হ্যান্ডিওম্যান পদে আবেদন করার জন্য মাধ্যমিক পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ করা থাকতে হবে।
২) ইউটিলিটি এজেন্ট কাম রাম্প ড্রাইভার পদে আবেদন করার জন্য প্রার্থীকে মাধ্যমিক পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ করা থাকতে হবে। পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
৩) রাম্প সার্ভিস এক্সিকিউটিভ পদে আবেদন করার জন্য ৩ বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে Mechanical/Electrical/
Production / Electronics/ Automobile এর উপর।
৪) জুনিয়র অফিসার টেকনিক্যাল পদে আবেদন করার জন্য সংশ্লিষ্ট বিভাগের উপর ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে।
বেতনঃ–
১) হান্ডিম্যান/ হ্যান্ডিওম্যান পদে আবেদন করলে প্রতি মাসে 17,850 টাকা করে বেতন পাওয়া যাবে।
২) ইউটিলিটি এজেন্ট কাম রাম্প ড্রাইভার পদে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবে,তারা 20,130 টাকা করে প্রতি মাসে বেতন পাবে।
৩) রাম্প সার্ভিস এক্সিকিউটিভ পদের ক্ষেত্রে বেতন রয়েছে প্রতি মাসে 23,640 টাকা করে।
৪) জুনিয়র অফিসার টেকনিক্যাল পদে চাকরি পেলে প্রতি মাসে বেতন রয়েছে 28,200 টাকা করে।
নিয়োগ পদ্ধতিঃ– নিয়োগ করা হবে ইন্টারভিউ এর মাধ্যমে।
আবেদন পদ্ধতিঃ– প্রার্থীকে আগে থেকে আবেদন করতে হবে না। সরাসরি ইন্টারভিউ এর দিন আবেদন ফর্মটি ফিলাপ করে ডকুমেন্টস সহকারে, নির্দিষ্ট ঠিকানায় যেতে হবে।আবেদন ফর্ম ডাউনলোড লিংক নিচে দেওয়া রয়েছে।
ইন্টারভিউ এর তারিখঃ– ইন্টারভিউ শুরু হবে 17/10/2023 আর চলবে 19/10/2023 পর্যন্ত। আরও বিস্তারিত জানার জন্য নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করুন কিংবা Air India Air Transport Services Limited এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।
ইন্টারভিউ এর স্থানঃ– Sri Jagannath Auditorium,Near Vengoor Durga Devi Temple, Vengoor, Angamaly, Ernakulam, Kerala, Pin – 683572.[ on the Main Central Road ( M C Road ), 1.5 Km away from Angamaly towards Kalady ]
Official Website Link:- Click
Official Notification Download Link:- Download
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক