বিভিন্ন ডিজাইনের কয়েন নিয়ে আপনি বিভ্রান্ত? আপনি যখন সবজির দোকানে কিংবা মুদি দোকানে প্রয়োজনীয় সামগ্রী কেনার পর খুচরো কয়েন দিতে যাচ্ছেন, তখন দোকানদার তা নিতে চাননা। তারা তখন জানাচ্ছে আপনাকে এই খুচরো ১ টাকা কিংবা ২ টাকার ছোটো কিংবা বড়ো কয়েন অচল হয়ে গেছে। অনেক সময় এটাও শুনতে পান যে, ১০ টাকার এই কয়েন চলবে না কিংবা ৫ টাকার এই কয়েন চলবে না। ইতিমধ্যেই বাজারে এরকম গুজব বা বিভ্রান্তি দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়েছে।
এরফলে ক্রেতা সহ বিক্রেতা কেউই নিতে চাচ্ছেন না খুচরো কয়েন। সম্প্রতি এই ধরনের বিভ্রান্ত বা গুজব দূর করতে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে স্পষ্ট বার্তা দিল সমাজ মাধ্যমে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেওয়া হয়েছে, একই মূল্যের বিভিন্ন ডিজাইনের কয়েন একই সময়ে চালু থাকে বাজারে। ক্রেতা ও বিক্রেতা উভয়কেই এই ছোটো কিংবা বড়ো উভয় আকারের কয়েক নিতে বলা হচ্ছে।
শুধু তাই নয়, স্পষ্ট বার্তা দিয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে বাজারে থাকা ৫০ পয়সা, ১ টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা এবং 20 টাকা মূল্যের সব কয়েনই বৈধ এবং দীর্ঘদিন ধরে প্রচলিত আছে বলে জানিয়ে দিলেন RBI। অর্থাৎ বাজারে থাকা ৫০ পয়সা থেকে শুরু করে ২০ টাকার সকল কয়েন বৈধ।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরও জানিয়েছেন, কয়েন সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো তথ্য বা গুজবে বিশ্বাস করবেন না। এছাড়াও সকল ক্রেতা ও বিক্রেতা উভয়কেই বিনা দ্বিধায় এইসব কয়েন গ্রহণ করতে বলা হয়েছে। যদি কেউ কয়েন নিতে অস্বীকার করে তাহলে তার উপর আইনানুসারে মামলা ও জেল পর্যন্ত হতে পারে।

