রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB) ঘোষণা করেছে, চলতি বছর ২০২৬-এ শিক্ষাবর্ষে Auxiliary Nursing & Midwifery (ANM) দুই বছর ও General Nursing & Midwifery (GNM) তিন বছর নার্সিং কোর্সের পরীক্ষার দিন ঘোষণা করল বোর্ড।
আবেদনকারীরা অনলাইনে ফর্ম ফিলাপ করতে পারবে ৪ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৫ । রাজ্যের বিভিন্ন্ শিক্ষা প্রতিষ্ঠানে GNM ও ANM ভর্তির পরীক্ষা হবে। পরীক্ষা হবে ১৯ অক্টোবর ২০২৫ (রবিবার)-এ বেলা ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষা চলবে।
এই পরীক্ষায় উত্তীর্ণ হলে রাজ্যের বিভিন্ন কলেজে নার্সিং পড়ার সুযোগ মিলবে। এর মধ্যে রয়েছে ২ বছরের Auxiliary Nursing & Midwifery (ANM-R) এবং ৩ বছরের General Nursing & Midwifery (GNM) কোর্স। ভর্তি প্রক্রিয়াটি পরিচালনা করছে West Bengal Joint Entrance Examinations Board (WBJEEB)। তবে ANM কোর্সে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবে। আর GNM কোর্সে মহিলা, পুরুষ উভয়েই আবেদন করতে পারবে।
এছাড়াও ফর্ম ফিলাপের দরুন কোন অসংগতি দেখা দিলে আবেদনকারী ১৭ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে সংশোধন করতে পারবে। অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে ১০ অক্টোবর থেকে পরীক্ষার দিন পর্যন্ত।
আবেদন ফি: সাধারণ প্রার্থীদের ৪০০ টাকা আবেদন ফি দিতে হবে। এছাড়া এসসি/এসটি/ওবিসি (A ও B)/EWS ও অনাথ প্রার্থীদের ফি ৩০০ টাকা।
West Bengal ANM GNM Form Fill Up 2025 Link: Apply Now