সিনেমার জন্য আর গান গাইবেন না অরিজিৎ সিং! প্লেব্যাক গান ছাড়ার পাশাপাশি শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিরাট ঘোষণা

Ealiash Rahaman
By
Ealiash Rahaman
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।
2 Min Read
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

নতুন বছরের শুরুতেই বলিউডের সঙ্গীত জগতে বড়সড় ধাক্কা।  ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং জানিয়েছেন, তিনি আর প্লেব্যাক গায়ক হিসেবে কোনও নতুন অ্যাসাইনমেন্ট নেবেন না।  সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আনেন তিনি।  খবরটি সামনে আসতেই গত কয়েক ঘণ্টা ধরে সংগীত মহল ও অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে তীব্র জল্পনা।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

অবশেষে বিষয়টি স্পষ্ট করে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানান অরিজিৎ। সেখানে তিনি লেখেন,

হ্যালো, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।  এত বছর ধরে শ্রোতা হিসেবে আমাকে যে অফুরন্ত ভালোবাসা দিয়েছেন, তার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।  আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এখন থেকে আমি আর প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে কোনও নতুন অ্যাসাইনমেন্ট নেব না।  আমি এই অধ্যায়কে এখানেই শেষ করছি।  এটা ছিল এক অসাধারণ যাত্রা।

যদিও ভক্তদের অনেকেই মনে করছেন

অরিজিতের গান ছাড়া সিনেমা অচল হয়ে যাবে।

অরিজিৎ সিংয়ের সংগীতজীবন গড়ে উঠেছে একের পর এক জনপ্রিয় প্লেব্যাক গানের মাধ্যমে।  ২০১৩ সালে ‘আশিকি ২’ ছবির ‘তুম হি হো’ এবং ‘চাহুন ম্যাঁ ইয়াঁ না’-র মতো গান তাঁকে রাতারাতি পৌঁছে দেয় জনপ্রিয়তার শিখরে। পরবর্তীতে ‘হামারি অধুরি কাহানি’ ছবির শিরোনাম গানেও তাঁর কণ্ঠে ধরা পড়ে গভীর আবেগ ও বেদনাবোধ।  তবে উল্লেখযোগ্যভাবে হিন্দির পাশাপাশি বাংলা গানের মধ্যে নিজের জনপ্রিয়তা অর্জন করেছে।

নিজের সিদ্ধান্তে অটল থাকবেন কিনা তা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যম জল্পনা শুরু হয়েছে।  যদিও অরিজিৎ সিং ঘোষণা দিয়ে দিয়েছেন প্লেব্যাক গায়ক হিসেবে আর গাইবেন না তিনি।

Share This Article
বিগত প্রায় পাঁচ বছর ধরে ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। দেশ ও বিদেশের সমস্ত রকম খবরাখবর রাখতে ও তা প্রতিবেদন আকারে লিখতে অভ্যস্থ।