দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২৫ ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবমবারের মতো খেতাব জিতল ভারত। টিম ইন্ডিয়ার জয়ে বড় অবদান রাখলেন তিলক বর্মা, করেন দুর্দান্ত হাফসেঞ্চুরি।
৪১ বছর পর এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান। টানা ২০ দিনের জমজমাট এক লড়াইয়ের পর আজ ফাইনালে পাকিস্তানের বিপক্ষে জিতে গেল ভারত। ২০২৩ সালে ভারত প্রেমাদাসা স্টেডিয়ামে শেষবারের মতো শ্রীলংকাকে ১০ উইকেটে হারিয়ে এশিয়া কাপ জিতেছিলো।
ভারতীয় সময় সন্ধ্যা ৮টায় শুরু হয় ম্যাচ। এশিয়া কাপের ইতিহাসে এটাই প্রথমবার যেখানে ভারত- পাকিস্তান সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে লড়ে। এশিয়া কাপ ক্রিকেটের ১৯৮৪ সাল থেকে পথচলা শুরু হয় যদিও এর মাঝে কখনো দুই দলকে একসঙ্গে ফাইনালে দেখা যায়নি।
ভারতীয় দলকে নেতৃত্ব দেন সূর্যকুমার যাদব। তার সহকারী হিসেবে শুভমান গিল। দলে আরও ছিলেন অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, উইকেটরক্ষক জিতেশ শর্মা, জসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বরুন চক্রবর্তী, কুলদ্বীপ যাদব, উইকেটরক্ষক সঞ্জু স্যামসন, হার্ষিত রানা ও রিংকু সিং।
অন্যদিকে পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছেন সালমান আঘা। তার সঙ্গে আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, উইকেটরক্ষক মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, সাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।
আজ দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। তবে এই ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ভারত এশিয়া কাপ ছিনিয়ে নেয়। যদিও শেষ ওভারে দরকার ছিল ১০ রান। বোলিংয়ে এসেছিলেন হারিস রউফ। তাঁর ৪ বলেই ১৩ রান নিলেন তিলক বর্মা ও রিংকু সিং। এই নিয়ে ভারত ৯ বার এশিয়া কাপ ফাইনাল জিতে।