চাকরি

রাজ্যে স্টাফ,গার্ড,অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে কর্মী নিয়োগ 2024! দেখুন বেতন সহ আবেদন পদ্ধতি?

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল হেলথ ইন ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ শাখার তরফ থেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়, রাজ্যের যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

নিয়োগ করা হচ্ছে Cook, Security Guard / Night Guard, Multipurpose Staff, Office Assistant এবং Resident Superintendent পদে।

আজকের প্রতিবেদনে দেখে নিন উপরে উল্লেখিত পদ গুলিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, বয়স কত থাকতে হবে, মাসিক বেতন কত টাকা করে দেওয়া হবে, আবেদন কিভাবে করবেন এবং আবেদনের শেষ তারিখ কবে? বিস্তারিত থাকলো আজকের প্রতিবেদনে।

Cook পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের বয়স থাকতে হবে, সর্বনিম্ন 18 বছর বয়স থেকে সর্বোচ্চ 60 বছর বয়সের মধ্যে। এই পদে প্রার্থীদের মাসিক বেতন থাকবে আট হাজার টাকা করে। এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে হাই স্কুল পাশ কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ, তাহলে আবেদনের যোগ্য। এর পাশাপাশি উক্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Security Guard / Night Guard পদে মহিলা এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। এছাড়াও এই পদে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে সর্বনিম্ন 21 বছর বয়স থেকে সর্বোচ্চ 60 বছর বয়সের মধ্যে। কর্মরত প্রার্থীর মাসিক বেতন রয়েছে আট হাজার টাকা করে। আবেদনকারী প্রার্থীর কমপক্ষে দুই বছরের এই কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং Retired Military / Para Military এখানে আবেদন করতে পারবেন।

Multipurpose Staff পদে আবেদন করার জন্য বয়স উল্লেখ করা হয়েছে সর্বনিম্ন 25 বছর বয়স থেকে সর্বোচ্চ 50 বছর বয়সের মধ্যে। এছাড়াও এই পদে মাসিক বেতন থাকবে 12 হাজার টাকা করে। এখানে আবেদন করার জন্য যোগ্যতা চাওয়া হয়েছে, শিক্ষিত ও প্রাসঙ্গিক ডোমেনে কাজ করার জ্ঞান এবং অভিজ্ঞতা।

Office Assistant পদে শুধু মাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই পদে কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন থাকবে 14 হাজার টাকা করে। বয়স চাওয়া হয়েছে 25 বছর বয়স থেকে সর্বোচ্চ 40 বছর বয়সের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে যেকোনো সরকারি স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে Graduate করা এবং উক্ত কাজের তিন অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুনঃ সরকারি ভর্তুকিতে অর্ধেক দামে কৃষি যন্ত্রপাতি কিনুন,দেখুন অনলাইন আবেদন পদ্ধতি 2024-25?

Residents Superintendent পদে কর্মরত প্রার্থীর মাসিক বেতন থাকবে 20 হাজার টাকা করে। এছাড়াও এই পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে সর্বনিম্ন 35 বছর বয়স থেকে সর্বোচ্চ 55 বছর বয়সের মধ্যে। শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হয়েছে Masters in Law / Social Work / Sociology /Social Science ইত্যাদি যোগ্যতা UGC স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে। এর পাশাপাশি সংশ্লিষ্ট কাজের পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আবেদনের যোগ্য।

যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে। এরজন্য আবেদন ফর্মটি সঠিকভাবে ফিলাপ করে উপযুক্ত নথি সহ নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে 31/08/2024 তারিখের মধ্যে। আবেদনের সমস্ত তথ্য যাচাই করে যোগ্য প্রার্থীদের পোস্ট অফিসের মাধ্যমে কিংবা জিমেইল এর মাধ্যমে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে, আবেদন করার পূর্বে আরও বিস্তারিত দেখে নিন অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিশ থেকে।

Association for Social Health in lndia West Bengal Recruitment Notification 2024:- Download

Khalek Rahaman

বিগত প্রায় আট বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। বর্তমানে মঙ্গলয়তন বিশ্ববিদ্যালয়ে জার্নালিজমে এমএ। তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সমস্ত রকম আপডেট(চাকরি/স্কলারশিপ/প্রকল্প ইত্যাদি) তাঁর নখদর্পণে রাখার চেষ্টা জারি আছে।

Related Articles

Back to top button