কেন্দ্র সরকার একটি নতুন পোর্টাল চালু করেছেন তা হলো আয়ুষ্মান মিত্র পোর্টাল। এই পোর্টালে রেজিষ্ট্রেশন করলে আপনি একটি আয়ুষ্মান মিত্র আাইডি পেয়ে যাবেন। যার মাধ্যমে আপনি খুব সহজেই বিভিন্ন প্রকল্পের কাজ করতে পারবেন। আপনি খুব সহজেই ফ্রিতে মোবাইল দিয়ে আয়ুষ্মান মিত্র আইডি বানাতে পারবেন। দেখুন কিভাবে বানাবেন আয়ুষ্মান মিত্র আইডি….
১) প্রথমে আপনাকে PMJAY এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, ওয়েবসাইট লিংক নিচে দেওয়া হলো…
https://pmjay.gov.in/
২) এরপর আপনাকে মেনু বারে ক্লিক করতে হবে।
৩) এরপর পোর্টাল অপশন থেকে Ayushman Mitra অপশনে ক্লিক করুন।
৪) এরপর Click Here To Register এ ক্লিক করুন।
৫) পরবর্তী পেজে আপনার আধার কার্ড নাম্বার ও মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করুন ও মোবাইল নাম্বারে ওটিপি আসবে তা বসিয়ে দিন ও সাবমিট করুন।
৬) এরপর আপনার আধার কার্ডের সমস্ত তথ্য চলে আসবে সেখানে শুধু জিমেইল আইডি ও পাসপোর্ট সাইজের ফটো বসিয়ে দিয়ে সাবমিট করুন।
৭) এরপর আপনার সামনে আপনার আইডি চলে আসবে তা দিয়ে লগইন করুন ও কজা করুন।