বাংলা সহয়তা কেন্দ্রের আইডি-পাসওয়ার্ড দিচ্ছে ফ্রিতে সবাইকে

Published By: MD 360 NEWS | Updated:

পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের বিভিন্ন স্তরের মানুষদের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য বাংলা সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে। ইতিমধ্যেই আরও একটি বড়ো আপডেট এই বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে যে, এখন প্রায় সবাই বাংলা সহায়তা কেন্দ্রে Id Password তৈরি করে পরিষেবা গুলো নিতে পারবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now


বাংলা সহায়তা কেন্দ্র আইডি পাসওয়ার্ডঃ

বাংলা সহায়তা কেন্দ্রের আইডি পাসওয়ার্ড কিভাবে তৈরি করবেন দেখুন…

১) প্রথমে আপনাকে বাংলা সহায়তা কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Login এ ক্লিক করুন।
৩) এরপর Citizen Login এ ক্লিক করুন।
৪) পরবর্তী পেজে New User, Register Here এ ক্লিক করে এগিয়ে যান।


৫) এরপর মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে লগইন করুন।
৬) এরপর নাম,ঠিকানা, জন্ম তারিখ, ডকুমেন্টস নাম্বার,পাসওয়ার্ড বসিয়ে দিয়ে সাবমিট করতেই লগইন হয়ে যাবে।
৭) এরপর কি কি পরিষেবার কাজ গুলো করতে পারবেন তা দেখতে পারবেন।

বাংলা সহয়তা কেন্দ্র অফিসিয়াল ওয়েবসাইট লিংকঃClick

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক