বাংলা সহয়তা কেন্দ্রে ২৯২২ টি শূন্যপদে কর্মী নিয়োগ ২০২৩,দেখুন বিস্তারিত

Published By: MD 360 NEWS | Updated:

বাংলা সহায়তা কেন্দ্র (BSK) হলো পশ্চিমবঙ্গ সরকার এর একটি প্রকল্প, যার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে রাজ্যবাসীর কাছে রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়া। বর্তমানে রাজ্যে ৩৫৬১ টি bangla sahayata kendra রয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

বর্তমানে রাজ্যে থাকা বাংলা সহায়তা কেন্দ্রে মোট কর্মী রয়েছে ৭১২২ জন। একটি করে BSK কেন্দ্রে ২ জন করে কর্মী থাকে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আরও রাজ্যে ১৪৬১ টি বাংলা সহায়তা কেন্দ্র তৈরি করবেন। এরজন্য আরও প্রায় ২৯২২ জন কর্মী নিয়োগ করা হবে।

বাংলা সহায়তা কেন্দ্রে কিভাবে কর্মী নিয়োগ করা হয়? বেতন কি রয়েছে? যোগ্যতা কি রয়েছে? আবেদন পদ্ধতি? বিস্তারিত নিম্নে আলোচনা করা হলো….

পদের নামঃ-ডাটা এন্ট্রি অপারেটর।

শূন্যপদঃ– ২৯২২ টি।

শিক্ষাগত যোগ্যতাঃ– উচ্চ মাধ্যমিক পাশ সাথে কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে।

বয়সঃ– বয়স থাকতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

বেতনঃ– প্রতি মাসে ১০ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতিঃ– কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অনলাইনে। বাংলা সহায়তা কেন্দ্র ২০২৩ এর অনলাইন আবেদন খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে, আর সমস্ত আপডেট আমরা Md 360 News পোর্টালে জানিয়ে দিবো।

Website Link:- Apply

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক