সরকার দিচ্ছে 12 হাজার টাকা স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে, দেখুন আবেদন পদ্ধতি? IHHL Online Apply 2024
স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ) কি?
=> স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ) 2রা অক্টোবর, 2014-এ চালু হয়েছিল, পূর্ববর্তী নির্মল ভারত অভিযান (NBA) সংশোধন করে এর নাম রাখা হয় স্বচ্ছ ভারত মিশন। স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা উন্নত করার জন্য এবং খোলা মলত্যাগ দূর করার জন্য স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ) চালু করেছে সরকার।
স্বচ্ছ ভারত মিশনের উদ্দেশ্য কি?
=> পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি প্রচার করে এবং খোলামেলা মলত্যাগ দূর করে গ্রামীণ এলাকায় সাধারণ জীবনযাত্রার মানের উন্নতি ঘটানো স্বচ্ছ ভারত মিশনের মূল উদ্দেশ্য।
স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ) এর মাধ্যমে টয়লেট বানানোর জন্য কত টাকা পাওয়া যায়?
=> স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে টয়লেট তৈরি করার জন্য মোট 12 হাজার টাকা পাওয়া যায়। যার মধ্যে কেন্দ্র সরকার দিয়ে থাকে 7200 টাকা (60%) এবং রাজ্য সরকার দিয়ে থাকে 4800 টাকা (40%), এই সর্বমোট 12 হাজার টাকা।
স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ) এর সুবিধা কারা পাবেন? / গ্রামীণ টয়লেটে আবেদন করার শর্ত কি?
=> IHHL নির্মাণের জন্য 12,000 টাকা পাওয়ার জন্য যোগ্য যেসমস্ত পরিবার, তা হলো-
A) সমস্ত দারিদ্র্য সীমার নীচে (BPL) পরিবার গুলো।
B) চিহ্নিত দারিদ্র সীমার উপরে (APL) পরিবারগুলি যার মধ্যে রয়েছে:-
ক. তফসিলি জাতি/তফসিলি উপজাতি।
খ. ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক।
গ. বসতভিটা সহ ভূমিহীন শ্রমিকেরা।
ঘ. যেসব পরিবারে শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তি রয়েছে।
ঙ. যে পরিবারে মহিলাই প্রধান সদস্য, সেই পরিবার।
Bathroom Online Apply West Bengal 2024. Toilet Online Apply Gramin 2024. Ihhl Apply Online 2024
1) প্রথমে আপনাকে স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ) এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। নিচের লিংকে ক্লিক করে সরাসরি আসুন।
2) এরপর Application Form For IHHL Dashboard এ ক্লিক করুন।
3) পরবর্তী পেজে Citizen Registration এ ক্লিক করে রেজিষ্ট্রেশন করুন – মোবাইল নাম্বার, নাম,ঠিকানা ইত্যাদি উল্লেখ করে।
4) রেজিষ্ট্রেশন হয়ে গেলে মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে লগইন করুন।
5) এরপর New Application এ ক্লিক করে টয়লেট এর জন্য আবেদন করুন।
6) আবেদন করার সময়, আবেদন ফর্মটি সঠিক ভাবে ফিলাপ করুন। এখানে তিনটি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে –
ক) প্রথম ধাপে ঠিকানা উল্লেখ করুন।
খ) দ্বিতীয় ধাপে, নাম,আধার কার্ড নাম্বার, মোবাইল নাম্বার উল্লেখ করুন।
গ) তৃতীয় ধাপে, Bank এর তথ্য উল্লেখ করে Apply এ ক্লিক করলেই আবেদন হয়ে যাবে।
7) Toilet Application Status Check করার জন্য, View Application এ ক্লিক করুন।
8) পরবর্তী পেজে Track Application এ ক্লিক করে Status দেখে নিন।
IHHL Toilet Online Apply Garmin Link:– Apply