শিক্ষা

B.Ed ডিগ্রি অর্জন করে দেওয়া যাবে না আর প্রাইমারী পরীক্ষা-সুপ্রিম কোর্ট

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

অবশেষে D.El.Ed প্রার্থীদের বড়ো জয়। শুক্রবার বড় রায় দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়ে দিলো রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় শুধুমাত্র বসতে পারবেন D.El.Ed কিংবা D.Ed প্রার্থীরা। কলকাতা হাই কোর্টের নির্দেশ খারিজ করে শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, প্রাথমিক নিয়োগে শুধুমাত্র ডি.এল.এড বা ডি.এড ডিগ্রিধারীরাই আবেদন করতে পারবেন। B.ed প্রার্থীরা বসতে পারবেন না প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এর আগে জাতীয় শিক্ষক শিক্ষণ পর্ষদ এর নির্দেশিকা অনুযায়ী, B.Ed প্রার্থীরা উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি প্রাথমিকের পরীক্ষার বসার সুযোগ পেতেন। এরফলে রাজ্যে হাজার হাজার B.Ed প্রার্থী, হয়ে যাওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার বসার সুযোগ পেয়েছেন।এনসিটিই-র ওই নির্দেশিকা চ্যালেঞ্জ করে দেশজুড়ে মামলা করেন ডিএলএড প্রার্থীরা। অবশেষে আজ শুক্রবার দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দেন প্রাথমিকে বি.এড প্রার্থীরা বসতে পারবেন না। আর এই নীতি গোটা দেশজুড়ে কার্যকর করতে হবে বলে জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

D.El.Ed বা D.Ed ডিগ্রি অর্জন করলে প্রাথমিক স্কুলে শিক্ষকতা করা যায়। আর অপরদিকে B.Ed ডিগ্রি অর্জন করলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকতা করা যায় তারা পাশাপাশি প্রাইমারি স্কুলে বসা যেত।এবার থেকে বি.এড ডিগ্রি অর্জন করলে শুধুমাত্র মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষার বসা যাবে।সুপ্রিম কোর্টের এই রায়ে রাজ্যের প্রাথমিকের চলতি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। কারণ নিয়োগ প্রক্রিয়ায় বহু বিএড উত্তীর্ণরাও আবেদন করেছেন। সুপ্রিম কোর্টের নয়া নির্দেশের ফলে অন্যান্য রাজ্যেও বহু চাকরিপ্রার্থী বিপাকে পড়বেন বলে মনে করা হচ্ছে।

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন লিংক 

Related Articles

Back to top button