Bihar Final Voter List 2025: প্রকাশ পেলে বিহারের চূড়ান্ত ভোটার তালিকা, বাদ গেল ৪৭ লাখ নাম?

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

বিহারে বিধানসভা ভোটের আগে মঙ্গলবার নির্বাচন কমিশন প্রকাশ করল চূড়ান্ত ভোটার তালিকা। বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া শেষে রাজ্যের ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৪২ লাখ। অথচ SIR প্রক্রিয়া শুরুর আগে ভোটার ছিলেন প্রায় ৭ কোটি ৮৯ লাখ। অর্থাৎ, বাদ পড়েছে প্রায় ৪৭ লাখ ভোটার।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

তবে জুনে বিহারে বিশেষ নিবিড় সংশোধন শুরু হলে। নির্বাচন কমিশনের ১ আগস্ট প্রকাশিত খসড়ায় বাদ পড়েন প্রায় ৬৫ লাখ ভোটার। পরে মামলা করলে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় নতুন করে যাচাই-বাছাই করে লিস্ট প্রকাশ করতে, মঙ্গলবার নির্বাচন কমিশন চূড়ান্ত প্রকাশিত লিস্টে ২১ লাখ ৫৩ হাজার নাম ফের যুক্ত‌ হয়। তবে চূড়ান্ত তালিকায় রিভিশনের সময় বাদ গিয়েছেন আরও ৩ লক্ষ ৬৬ ভোটার। সব মিলিয়ে গোটা SIR প্রক্রিয়ায় নাম বাদ গেল ৪৭ লক্ষ ভোটারের। কমিশনের দাবি এরা সকলেই হয় মৃত নয় অবৈধ ভোটার।সব মিলিয়ে চূড়ান্ত তালিকায় বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ লাখ।

এছাড়াও কমিশন দাবি করেন, তালিকা থেকে যাদের নাম মুছে ফেলা হয়েছে তারা হয় মৃত, নয়তো অন্যত্র চলে গেছেন, অথবা একাধিক জায়গায় নাম ছিল। তবে বিরোধী দলগুলোর অভিযোগ, বৈধ ভোটারদেরও নাম কেটে দেওয়া হয়েছে যদিও আগামী ৭ অক্টোবর সুপ্রিম কোর্টে এই বিষয়ে চূড়ান্ত শূনানি। বিভিন্ন স্থানে উল্লেখ হয়ে আসছে মঙ্গলবার যে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কমিশন, তাতে মুজফ্‌ফরপুর এবং পটনা জেলার ভোটার তালিকায় নতুন নাম যোগ হয়েছে।

Outcome of Bihar SIR: 24 June 2025 to 30 September 2025
S. NoDetailsTotal (No.)
AElectors as on 24 June 20257.89 Crore
Total Electors removed from Draft List65 lakhs
CElectors in Draft List on 1 Aug 20257.24 Crore
Ineligible Electors removed from draft list3.66 lakhs
Eligible Electors added in draft list (Form 6)21.53 lakhs
DTotal electors in Final List 30 Sep 2025~7.42 Crore

উল্লেখযোগ্য ,মুজফ্‌ফরপুরে বেড়েছে ৮৮,১০৮ ভোটার। এছাড়া পাটনা ও নওয়াদা জেলাতেও ভোটার সংখ্যা যথাক্রমে বেড়ে হয় ১,৬৩,৬০০ এবং ৩০,৪৯১ জন।

চলতি বছরের শেষ দিকে বিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিধানসভা নির্বাচন। ভোটের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তেজনা।