জন্ম সার্টিফিকেট এখন আপনি অনলাইনে বাড়িতে বসেই আবেদন করতে পারবেন। যেকোনো বয়সে আপনি এখন জন্ম সার্টিফিকেট পেতে অনলাইন আবেদন জানাতে পারবেন। শুধু আবেদনই নয়, জন্ম সার্টিফিকেট তৈরি হয়ে গেলে খুব সহজেই অনলাইনে Birth Certificate Download করে নিতে পারবেন।
জন্ম শংসাপত্র একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি নথি। এটি বয়সের প্রমাণ হিসেবে যেমন স্বীকৃত, তেমনি ঠিকানার প্রমাণ ও জন্মের প্রমাণ হিসেবেও অত্যন্ত প্রয়োজনীয় একটি ডকুমেন্ট।
বর্তমানে জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন করার জন্য প্রয়োজন হয় মাত্র কয়েকটি সাধারণ নথি। সেই নথিগুলি ব্যবহার করে ঘরে বসেই অনলাইন আবেদন সম্পন্ন করা যায়।
তাই চলুন জেনে নেওয়া যাক —
- কিভাবে জন্ম সার্টিফিকেট অনলাইনে আবেদন করবেন
- কি কি নথি প্রয়োজন
- কিভাবে জন্ম সার্টিফিকেট ডাউনলোড করবেন
আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়লে ধাপে ধাপে সমস্ত তথ্য জানতে পারবেন।
জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন পদ্ধতি ২০২৬ – Birth Certificate Online Apply Process West Bengal 2026
১) সর্বপ্রথম আপনাকে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অফিসিয়াল পোর্টাল “জন্ম মৃত্যু তথ্য” এই ওয়েবসাইটে আসতে হবে। এছাড়াও নিচের লিংকে ক্লিক করে সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) জন্ম মৃত্যু তথ্যের অফিসিয়াল পোর্টালের হোম পেজে থাকা মেনুতে ক্লিক করে Citizen Services এ ক্লিক করুন। এরপর Birth এ ক্লিক করুন।
৩) এরপর Apply For New Registration এই লেখার উপরে ক্লিক করুন। এখন একটি চালু মোবাইল নম্বর বসিয়ে দিয়ে Otp ভেরিফাই করে সাবমিটে ক্লিক করুন, জন্ম শংসাপত্র অনলাইন আবেদন ফর্মটি চলে আসবে।

৪) যে শিশুর জন্ম সার্টিফিকেট তৈরি করতে চান, তার তথ্য সঠিক ভাবে উল্লেখ করুন। শিশুর নাম, জন্মের ঠিকানা, পিতা – মাতার তথ্য ও তাদের নথি আপলোড করুন, শিশুর জন্মের দিন মাস বছর ইত্যাদি তথ্য গুলো ফর্মে সঠিকভাবে উল্লেখ করুন।
৫) এরপর নিচে Form No 1 ফিলাপ করে আপলোড করতে হবে, ফর্ম আপনি জন্ম মৃত্যু তথ্যের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন, এমনি নিচে দেওয়া লিংকে ক্লিক করেও ডাউনলোড করতে পারবেন। যদি শিশু হসপিটালে জন্ম গ্রহন করে থাকেন, তাহলে হসপিটাল ডিসচার্জ (ছুটির কাগজ) সার্টিফিকেট ও আপলোড করতে হবে। আর বাড়িতে জন্ম গ্রহন করে থাকলে ফরম নং ১ আপলোড করলেই হয়ে যাবে।
৬) সবকিছু সঠিক ভাবে আপলোড ও ফরম সঠিকভাবে পূরণ করার পর সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন হয়ে যাবে। আবেদন হয়ে গেলে, উল্লেখিত রেজিস্ট্রার মোবাইল নম্বরে Acknowledgement No পেয়ে যাবেন, যা দিয়ে পরবর্তী অনলাইনে চেক করে জানতে পারবেন, আবেদন এপ্রুভ হয়েছে নাকি পেন্ডিং এ রয়েছে।
জন্ম সার্টিফিকেট অনলাইন ডাউনলোড ও স্ট্যাটাস চেক পদ্ধতি – Birth Certificate Status Check & Download
১) জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন করার পর স্ট্যাটাস চেক করার জন্য জন্ম মৃত্যু তথ্য পোর্টালে আসুন। নিচের লিংকে ক্লিক করেও সরাসরি জন্ম মৃত্যু তথ্য পোর্টালে আসতে পারবেন।
২) এরপর হোম পেজে থাকা Citizen Service এ ক্লিক করে Birth এ ক্লিক করুন। এরপর Track Application এ ক্লিক করে আবেদন করার পর পাওয়া Acknowledgement Number ও শিশুর জন্ম তারিখ উল্লেখ করে সাবমিটে ক্লিক করে দেখুন সার্টিফিকেট এপ্রুভ নাকি পেন্ডিং এ রয়েছে।

৩) জন্ম সার্টিফিকেট এপ্রুভ হলে ডাউনলোড করার জন্য – Home > Citizen Service > Birth > Download Certificate এ ক্লিক করুন। এরপর Acknowledgement Number কিংবা সার্টিফিকেট নম্বর উল্লেখ করে সার্চে ক্লিক করুন। রেজিস্ট্রার মোবাইল নম্বরে আসা OTP উল্লেখ করে সার্টিফিকেট ডাউনলোড করে নিন।
শিশুর জন্মের বয়স যদি ২১ দিন কিংবা তার কম হয়ে থাকে, তাহলো কি কি ডকুমেন্টস লাগবে দেখুন –
১) বাবার – আধার কার্ড / ভোটার কার্ড / রেশন কার্ড / পাসপোর্ট (যেকোনো ১টি)
২) মায়ের – আধার কার্ড / ভোটার কার্ড / রেশন কার্ড / পাসপোর্ট (যেকোনো ১টি)
৩) ফর্ম নং ১ (নিচে ডাউনলোড লিংক দেওয়া হয়েছে)
৪) হসপিটাল ডিসচার্জ (ছুটির কাগজ) সার্টিফিকেট (যদি হসপিটালে জন্ম গ্রহন করেন / বাড়িতে হলে লাগবে না)।
শিশুর বয়স ২১ দিনের বেশি / যেকোনো বয়সে কিভাবে জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন করবেন দেখুন – Delayed Birth Certificate Online Apply West Bengal 2026
১) সর্বপ্রথম আপনাকে জন্ম মৃত্যু তথ্য পোর্টালে আসতে হবে, নিচের লিংকে ক্লিক করেও সরাসরি অফিসিয়াল পোর্টালে আসতে পারবেন।
২) এরপর হোম পেজে থাকা Citizen Service এ ক্লিক করে Birth এ ক্লিক করুন। পরবর্তী পেজে Delayed Birth Registration এ ক্লিক করুন।
৩) এরপর একটি সক্রিয় মোবাইল নম্বর উল্লেখ করে Get OTP তে ক্লিক করুন। মোবাইল নম্বরে আসা ওটিপি উল্লেখ করে Submit OTP তে ক্লিক করুন।

৪) এখন জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করুন। শিশুর নাম, ঠিকানা, জন্ম তারিখ, বাবা ও মায়ের নাম ও ডকুমেন্টস আপলোড ইত্যাদি তথ্য ভালো ভাবে পুরন করে ডকুমেন্টস আপলোড করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে। আবেদন হয়ে গেলে একটি Acknowledgement নম্বর পেয়ে যাবেন, উপরে জানিয়ে দেওয়া হয়েছে কিভাবে স্ট্যাটাস চেক করবেন ও সার্টিফিকেট ডাউনলোড করবেন।
২১ দিনের বেশি – যেকোনো বয়সে জন্ম সার্টিফিকেট আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে – Delayed Birth Certificate Apply Documents Required –
১) বাবার – আধার কার্ড / ভোটার কার্ড / রেশন কার্ড / পাসপোর্ট / ডকুমেন্টস না থাকলে – রেজিস্ট্রার কিংবা সাব রেজিস্ট্রার এর কাছ থেকে একটি আইডেন্টিটি সার্টিফাই নিতে হবে। (যেকোনো ১টি)
২) মায়ের – আধার কার্ড / ভোটার কার্ড / রেশন কার্ড / পাসপোর্ট / ডকুমেন্টস না থাকলে – রেজিস্ট্রার কিংবা সাব রেজিস্ট্রার এর কাছ থেকে একটি আইডেন্টিটি সার্টিফাই নিতে হবে। (যেকোনো ১টি)
৩) ফর্ম নং ১ (ফিলাপ করে আপলোড করতে হবে, নিচে ডাউনলোড লিংক দেওয়া হয়েছে)।
৪) শিশুর জন্মের বয়স ২১ দিনের বেশি হলে বয়স অনুযায়ী ১০ টাকা থেকে ৬০ টাকা ফি দিতে হতে পারে – সেই Payment Challan আপলোড করতে হবে।
৫) শিশুর জন্ম হসপিটালে হলে, হসপিটাল ডিসচার্জ সার্টিফিকেট। আর বাড়িতে জন্ম গ্রহন করলে তা লাগবে না।
৬) শিশুর জন্মের বয়স ৩১ দিন কিংবা তার বেশি হলে – Permission Order লাগবে Delayed Birth Registration এর (ফরম ডাউনলোড লিংক নিচে দেওয়া হয়েছে)।
Birth Certificate Online Apply West Bengal Link:- Apply Now
Delayed Birth Certificate Online Apply West Bengal Link:– Apply Now
West Bengal Birth Certificate Status Check Link:– Apply Now
Birth Certificate Online Download West Bengal Link:– Apply Now
West Bengal Birth Certificate Form No 1 Download Link:– Form No 1 Download
West Bengal Permission Order for Delayed Registration of Birth Form Download:- Delayed Birth Permission Download

