পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণীর কল্যাণ ও উপজাতি উন্নয়ন (Backward Classes Welfare & Tribal Development) দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এই বিজ্ঞপ্তিতে অষ্টম শ্রেণি পাশ, মাধ্যমিক পাশ ও স্নাতক পাশ প্রার্থীদের জন্য বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কিছু পদে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে, অর্থাৎ লিখিত পরীক্ষার প্রয়োজন নেই। তাহলে চলুন দেখে নেওয়া যাক, কিভাবে আবেদন করবেন।
পদের নামঃ– কর্মবন্ধু
শিক্ষাগত যোগ্যতাঃ এই পদে আবেদন করার জন্য কোনো যোগ্যতা চাওয়া হয়নি।
বেতনঃ এই পদে কর্মরত প্রার্থীর মাসিক বেতন থাকবে ৫০০০ টাকা করে।
বয়সঃ আবেদন করার জন্য প্রার্থীদের বয়স থাকতে ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে।
পদের নামঃ– নাইট গার্ড কাম দারোয়ান।
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণি পাশ থাকলেই আবেদন করতে পারবেন।
বেতনঃ নাইট গার্ড পদে কর্মরত প্রার্থীর মাসিক বেতন থাকবে ৬০০০ টাকা করে।
বয়সঃ এই পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে কমপক্ষে ১৮ বছর ও সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে।
পদের নামঃ– হেল্পার
শিক্ষাগত যোগ্যতাঃ অষ্টম শ্রেণী পাশ থাকলেই আবেদন করতে পারবেন।
বেতনঃ হেল্পার পদে মাসিক বেতন রয়েছে প্রতি মাসে ৫০০০ টাকা করে।
বয়সঃ হেল্পার পদে আবেদনকারীর বয়স থাকতে হবে কমপক্ষে ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে।
পদের নামঃ কুক
শিক্ষাগত যোগ্যতাঃ কুক পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণি পাশ থাকতে হবে।
বেতনঃ কুক পদে বেতন থাকবে ৭০০০ টাকা করে প্রতি মাসে।
বয়সঃ এই পদেও আবেদন করার জন্য বয়স থাকতে হবে কমপক্ষে ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে।
পদের নামঃ– ম্যাট্রন (Matron)
শিক্ষাগত যোগ্যতাঃ এই পদে আবেদন করার জন্য যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক কিংবা তার সমতূল্য পরীক্ষায় পাশ।
বেতনঃ এই পদে মাসিক বেতন প্রতি মাসে ৯০০০ টাকা করে।
বয়সঃ এই পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে।
পদের নামঃ– সুপারিনটেনডেন্ট
শিক্ষাগত যোগ্যতাঃ সুপারিনটেনডেন্ট পদে আবেদন করার জন্য যোগ্যতা থাকতে হবে যেকোনো স্বীকৃতি প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ।
বেতনঃ সুপারিনটেনডেন্ট পদে মাসিক বেতন রয়েছে প্রতি মাসে ১৫ হাজার টাকা করে।
বয়সঃ এই পদে আবেদন করার জন্য বয়স থাকতে হবে কমপক্ষে ১৮ বছর বয়স থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়সের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সকল পদে বয়সের ছাড় থাকবে।
নিয়োগ প্রক্রিয়াঃ কুক, হেল্পার, নাইট গার্ড ও কর্মবন্ধু এই সকল পদে লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। আর ম্যাট্রন ও সুপারিনটেনডেন্ট পদে প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে।
আবেদন পদ্ধতিঃ- আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অফিসিয়াল পোর্টাল থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে তা ফিলাপ করে Office of the District Welfare Officer, Backward Classes Welfare & Tribal Development, Maldon Building, Darjeeling অথবা the Office of Sub-Divisional Officer, Kurseong ঠিকানায় জমা করতে হবে। এছাড়াও আবেদন ফর্ম ও নথি জিমেইল (e-mail) আইডি sdokurseong@gmail.com এর মাধ্যমে পাঠাতে পারবেন।
আবেদনের শেষ তারিখঃ আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ০৫/০১/২০২৬ তারিখের মধ্যে আবেদন জানাতে হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় উল্লেখিত পদে চুক্তিভিত্তিক (Contractual) ভাবে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে Central Hostel for ST Girls, Kurseong-এ। আবেদন করার পূর্বে অবশ্যই অফিসিয়াল পোর্টাল ও নোটিফিকেশন দেখে আবেদন করুন।
West Bengal New Job Vacancy 2026 Notification:– Download
Application Form Download Link:- Download Now
Website Link:- Click Now

