স্বাধীনতার পর ৮ম জনগণনার দিনক্ষণ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। গতকাল বুধবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র, আগামী ২০২৭ সালে দেশজুড়ে জনগণনা হবে দুটি ধাপে। এর প্রস্তুতিপর্ব শুরু হবে চলতি বছরের ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রথম ধাপে বাড়ির তালিকা গণনা করা হবে, যা ২০২৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সম্পন্ন হবে। এবং দ্বিতীয় ধাপে গণনা করা হবে বাড়ির জনসংখ্যা।
এছাড়াও প্রকাশিত বিজ্ঞপ্তিতে কেন্দ্র জানিয়েছে, ২০২৭ সালের এপ্রিল মাস থেকে বাড়ি বাড়ি গিয়ে কর্মীরা নানা ধরনের তথ্য সংগ্রহ করবেন যেমন কতজন সদস্য আছেন, বাড়িতে পানীয় জল আছে কিনা, বিদ্যুৎ-শৌচাগারের সুবিধা আছে কিনা, কে কী কাজ করেন, কত আয়, শিক্ষার স্তর, ধর্ম, জাত বা উপজাতি প্রভুতি।
এই জনগণনা প্রক্রিয়ার জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার মোট ১১,৭১৮.২৪ কোটি টাকা অনুমোদন দিয়েছে। উল্লেখযোগ্যভাবে, এই প্রথমবারের মতো সারা দেশে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে জনগণনা করা হবে বলে জানিয়েছে কেন্দ্র।
প্রসঙ্গত, এবারের জনগণনায় জাত গণণা হবে বলে জানা গেছে, সর্বোপরি সেই জাত বিতর্ক আবারও জোরালো হয়ে উঠেছে জাত গণনা কি এবং কিভাবে হবে এই নিয়েও থাকছে মানুষের মধ্যে চিন্তার ভাঁজ।

