উচ্চ মাধ্যমিক পাশে হেড কনস্টেবল পদে চাকরি, দেখুন আবেদন পদ্ধতি

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীতে সাধারণ দায়িত্বের হেড কনস্টেবলের 249টি শূন্যপদের জন্য আবেদন শুরু হয়েছে।এখানে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

পদের নামঃ– হেড কনস্টেবল।

যোগ্যতাঃ– এই পদের জন্য আবেদন করতে হলে নিম্ন লিখিত যোগ্যতা গুলি থাকা আবশ্যক-
১.)বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে(০১/০৮/২০২১ তারিখে অনুযায়ী)অর্থাৎ আবেদনকারীর জন্ম ০২/০৮/১৯৯৮ থেকে ০১/০৮/২০০৩ সময় সীমার মধ্যে হতে হবে।
তবে,এক্ষেত্রে SC/ST ক্যাটাগরির প্রার্থীরা ৫ বছরের এবং OBC ক্যাটাগরির প্রার্থীরা ৩বছরের ছাড় পাবেন।

২) শিক্ষাগত যোগ্যতা: রাজ্য জাতীয় কিংবা আন্তর্জাতিক স্তরে ক্রীড়া ক্ষেত্রে প্রতিনিধিত্বকারী শিক্ষা প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণী পাশ হতে হবে।
৩) শারীরিক যোগ্যতাঃ পুরুষদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১৬৭ cms এবং ছাতি ৮১-৮৬ cms চওড়া হতে হবে।
মহিলাদের ক্ষেত্রে উচ্চতা১৫৩ cms হতে হবে।
এক্ষেত্রে উল্লেখ্য যে, যদি প্রার্থী পাহাড়ি এলাকার বাসিন্দা বা আদিবাসী হয়, সেক্ষেত্রে তাঁর উচ্চতা ১৬০cms হলে হবে।

বেতন এবং অন্যান্য ভাতাঃ– 25,500 থেকে 81,100/-
সাথে সরকার কর্তৃক নির্ধারিত ভাতা সমূহ।

আবেদন পদ্ধতিঃ- আবেদন করতে হবে অফলাইনে। নিচে দেওয়া ফর্ম টি ডাউনলোড করে ফিলাপ করে নির্দিষ্ট সময়ে, ফর্মে উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখঃ-আবেদন ফি সহ আবেদন পত্রটি ৩১/০৩/২০২২ তারিখের(05:00pm)মধ্যে সাবমিট করতে হবে।
উত্তর পূর্ব ভারতের বাসিন্দাদের ক্ষেত্রে আবেদন পত্রটি জমা দেওয়ার শেষ সময়০৭/০৪/২০২২ তারিখ(05:00pm)।
আবেদন ফিঃ– এই পদে আবেদনের জন্য আবেদনকারীকে আবেদন ফি বাবদ 100টাকা ব্যাঙ্ক ড্রাফট/পোস্টাল অর্ডারের মাধ্যমে জমা করতে হবে।(ব্যাঙ্ক ড্রাফট/ পোস্টাল অর্ডার ব্যতীতঅন্য কোনো ভাবে ফি গ্রহণযোগ্য হবে না এবং আবেদনকারীর আবেদন বাতিল হয়ে যাবে।) তবে মহিলা প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না দিতে।

Official Website:- Click
Official Notice:- Download

Related News