চাকরি

উচ্চ মাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগ 2023,আবেদন শুরু হলো!

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

উচ্চ মাধ্যমিক পাশে কনস্টেবল নিয়োগ করা হচ্ছে, বেশ কিছু শূন্যপদে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ইচ্ছুক ছেলে ও মেয়েরা এই পদে আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষা ছাড়াই কয়েকটি ধাপে নিয়োগ করা হবে HEAD CONSTABLE পদে(CISF Head Constable Recruitment Notification 2023)। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, বেতন কাঠামো থেকে বিস্তারিত নিম্নে আলোচনা করা হলো।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পদের নামঃ– HEAD CONSTABLE (GENERAL DUTY)

শূন্যপদঃ– HEAD CONSTABLE (GENERAL DUTY) Vacancy 215 টি।

বয়সঃ– আবেদনকারীর বয়স থাকতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। বয়স হিসাব করা হলো ০১/০৮/২০২৩ অনুয়ায়ী। সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

বেতনঃ– Head Constable (G.D) পদে বেতন দেওয়া হবে প্রতি মাসে Pay Level-4 অনুয়ায়ী 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত।

যোগ্যতাঃ– HEAD CONSTABLE পদে আবেদনকাীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে উচ্চ মাধ্যমিক পাশ, পাশাপাশি জাতীয় অথবা রাজ্যস্তরের খেলোয়াড় হতে হবে আবেদনকারীকে।

আবেদন পদ্ধতিঃ- ইচ্ছুক প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। এরজন্য সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের এর অফিসিয়াল ওয়েবসাইটে এসে নাম,মোবাইল নাম্বার, ঠিকানা, ডকুমেন্টস আপলোড করে আবেদন করতে হবে।

নিয়োগ পদ্ধতিঃ– নিয়োগ করা হবে ৫ টি ধাপে। এই নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে। Trial Test, Proficiency Test, Physical Standard Test (PST), Documentation & Medical Examination এর মাধ্যমে নিয়োগ পদ্ধতি সম্পূর্ণ করা হবে।

আবেদনের শেষ তারিখঃ– ইতিমধ্যেই অনলাইন আবেদন পদ্ধতি শুরু হয়েছে, তা চলবে ২৮/১১/২০২৩ তারিখ পর্যন্ত।

আবেদন ফিঃ– SC/ST ও মহিলা প্রার্থীদের আবেদন ফি লাগবে না, বাকি প্রার্থীদের ১০০ টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে।

অনলাইন আবেদন লিংকঃ- ক্লিক

CISF Head Constable Recruitment Notification 2023:- Download

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম ও WhatsApp গ্রুপে যুক্ত হন

Related Articles

Back to top button