ভারতের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন এনডিএ (NDA) প্রার্থী সি. পি. রাধাকৃষ্ণন। সোমবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি ৭৬৭টি ভোটের মধ্যে ৪৫২টি ভোট পান। NDA জোটের সিপি রাধাকৃষ্ণন ছিলেন প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া জোটের প্রার্থী বিচারপতি বি. সুদর্শন রেড্ডি তিনি পান ৩০০ ভোট। ১৫ ভোট অকার্যকর হয়। ফলে ১৫২ ভোটের ব্যবধানে জয়ী হন রাধাকৃষ্ণন।
সংবিধানের ৬৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারতের উপরাষ্ট্রপতি একই সঙ্গে রাজ্যসভার চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। সম্প্রতি প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর আকস্মিকভাবে মেয়াদ শেষের আগেই পদত্যাগ করায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
রাধাকৃষ্ণন দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির ( BJP) সঙ্গে যুক্ত। মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালনের পর এবার তিনি ভারতের ১৫তম উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন।