আপনার যদি ছোটো কিংবা বড়ো দোকান রয়েছে, সেটা অনলাইন সেন্টারের কিংবা আপনি নতুন করে খুলবেন বলে ভাবছেন। তাহলে আপনি আপনার দোকানে CSC Id নিয়ে আরও বেশি টাকা ইনকাম করতে পারবেন অনলাইনে। CSC center খোলার জন্য বা আইডি নেওয়ার জন্য আপনাকে অনলাইনে আবেদন করতে হবে।
আগে CSC Id নেওয়ার জন্য কোনোরকমের পরীক্ষা দিতে হতো না, পরীক্ষা ছাড়াই আপনি CSC Id নিয়ে অনলাইন Center খুলে সেখান থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারতেন।তবে এখনো টাকা ইনকাম করতে পারবেন, তবে সাটিফিকেট পাওয়ার জন্য আবেদন করতে হবে অনলাইনে ও পরীক্ষা দিতে হবে পরীক্ষায় পাশ করতে হবে।তাহলে আপনি সার্টিফিকেট পেয়ে যাবে। CSC Id তে আবেদন করার আগে আপনার কাছে TEC Certificate থাকতে হবে। TEC Certificate না থাকলে আপনি CSC Id এট জন্য বা CSC Certificate Registration করতে পারবেন না। কিভাবে আবেদন করতে হবে নিচে আলোচনা করা হলো…
১) প্রথমে আপনাকে CSC Registration এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইট লিংক নিচে দেওয়া হলো
২) এরপর TEC Certificate এ ক্লিক করতে হবে ও রেজিষ্ট্রেশন এ ক্লিক করে নাম,ঠিকানা, মোবাইল নাম্বার, ফটো বসিয়ে দিয়ে অনলাইন সাবমিট করতে হবে।
৩) এরপর পরবর্তী পেজে আপনাকে ১৪৭৯.৭২ টাকা পেমেন্ট করতে হবে অনলাইনে।
৪) এরপর আপনি একটি আইডি পেয়ে যাবেন ও আপনার রেজিস্ট্রার মোবাইল নাম্বার হলো পাসওয়ার্ড।
৫) এরপর আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
৬) এরপর লগইন করার পর সেখানে অনলাইনে পরীক্ষা দেওয়ার লিংক পেয়ে যাবেন। সেখানে অনলাইনে পরীক্ষা দিতে হবে আর পাশ করলে সার্টিফিকেট পেয়ে যাবেন।পরীক্ষার প্রশ্ন পত্র ওখানে আগে থেকেই পেয়ে যাবেন উত্তর সহ সেগুলো থেকেই পরীক্ষায় আসবে।
CSC TEC Certificate Online Apply Link:-
CSC Id নেওয়ার জন্য কি কি লাগবে?
১) CSC Id পাওয়ার জন্য প্রথমে আপনার কাছে TEC Certificate থাকতে হবে।
২) আপনার আধার কার্ড থাকতে হবে।আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার ও জিমেইল আইডি লিংক থাকতে হবে।
৩) আবেদনকারীর পাসপোর্ট সাইজের কালার ফটো লাগবে(50KB)।
৪) TEC Certificate পাওয়ার জন্য অনলাইন পরীক্ষা দিতে হবে তার জন্য অনলাইন আবেদন করতে হবে। তার সাথে অনলাইনে ১ হাজার ৪ শত ৭৯ টাকা ৭২ পয়সা পেমেন্ট করতে হবে।
৫) আবেদনকারীর বয়স ১৮ বছর থাকতে হবে।
৬) আবেদনকারীর নামে ব্যাঙ্ক পাসবই থাকতে হবে/ক্যান্সেল চেক বুক লাগবে।
CSC TEC Certificate Online Apply Full Process Video Link:- দেখুন ভিডিওটি
CSC Center থেকে কোন কোন কাজ গুলো করতে পারবেন? CSC Center Works List/ CSC Center Services List…
Government to Citizen:-
Bharat Bill Pay
FASTag through CSC’s
Passport
PAN Card
Swacch Bharat Abhiyan
Pradhan Mantri Awas Yojana
FSSAI
Soil Health Card
e-District
Election Commission Services
Business to Citizen:-
DTH Recharge
Mobile Recharge
Mobile Bill Payments
Financial Inclusio:-
Digital Finance Inclusion, Awareness & Access
VLE Bazaar – A Rural e-commerce venture
Skill Development
GST Suvidha Provider
Banking
Insurance Service
Pension Service
Pradhan mantri Fasal Bima Yojana (PMFBY)
Education Services:-
NDLM-DISHA
Cyber Gram Yojana
NABARD Financial Literacy Programme
Legal Literacy Programme
NIELIT Courses
CSC BCC Course
Tally Certified Programme
Tally Kaushal Praman Patra
“Learn English” Course
“Introduction to GST” Course
Other Services:-
Agriculture Services
Digitize India Platform
DigiPay
Health Services:-
Tele-health Consultations
Pradhan Mantri Jan Aushadhi Scheme
Hello Health Kits
3Nethra Kits
Tele-medicine Remote Diagnostic Kit – Control H
Thyrocare
JIVA Ayurveda Scheme
Health Homeo
Aadhaar:-
Aadhar Demographic Update
Aadhaar Mobile Update
Best Finger Detection
Aadhaar eKYC PVC Print
Agriculture:-
Agricultural Machine Store
Online Store
Farmer Registration
Marketplace
Banking And Pension:-
RAP Registration
Basic Banking Course
Life Certificate (LIC)
Pin Pad Device Payment Service
Education:-
SCLM Registration
SCLM Admission
Tally Certification
eLegal Consultancy
Election:-
Punjab Election Services
Uttarakhand Election Services
Meghalaya Election Services
Rajasthan Election Services
Electricity:-
Online Bill Payment (Non-RAPDRP)
Online Bill Payment (RAPDRP)
Online Bill Payment
Government:-
Birth and Death Application
Forest Services
Online FIR
Ration Card Services
Health:-
Super Specialty Consultation
Telemedicine
Jan Aushadhi Registration
Jiva Telemedicine
Insurance:-
Pradhan Mantri Fasal Bima Yojna
Farmer Package Policy
Life Insurance
Personal Accidental
Skills:-
CAD Registration
Self Animation Course
Digital Unnati
Training Courses
Travel:-
Darshan Booking
Bus Ticket Booking
Flight Tickets
Bus Tickets
Others:-
PVC Card and Biometric Device
Pradhan Mantri Awas Yojana
Jeevan Pramaan
NIELIT Facilitation Centre