আজ থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট বা CUET(UG) ২০২৬ এর অনলাইনে ফরম ফিলাপ প্রক্রিয়া শুরু করেছে এবং চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকস্তরের কোর্সে ভর্তি হতে গেলে এই পরীক্ষায় অংশগ্রহণ উত্তীর্ণ হতে হয়। এনটিএর বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে, সারা দেশে মোট ৪৮টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে। এই সকল বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতকস্তরের কোর্সে ভর্তি হওয়ার জন্য এই পরীক্ষা দিতে হবে পড়ুয়াদের।
এই পরীক্ষায় অংশগ্রহণ করতে হলে আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক পাশ অর্থাৎ দ্বাদশ শ্রেণী পাশ হতে হবে। এছাড়াও এ বছর CUET UG পরীক্ষা হবে মোট ৩৭টি বিষয়ের উপর। এর মধ্যে রয়েছে ১৩টি ভাষা, এই তালিকায় বাংলাও রয়েছে এবং একজন পরীক্ষার্থী সর্বাধিক পাঁচটি পেপার ও জেনারেল অ্যাপ্টিটিউড টেস্ট সহ পরীক্ষা দিতে পারবেন বলে জানান এনটিএ।
আবেদন ফি:
জেনারেল পরীক্ষার্থীদের জন্য তিনটি বিষয়ের জন্য ফি দিতে হবে ১,০০০ টাকা। এবং একটি দিতে হবে ৪০০ টাকা। এ ছাড়া অন্যদিকে ওবিসি ( NCL) ও ই ডাবলু এস পরীক্ষার্থীদের জন্য তিনটি বিষয়ের জন্য আবেদন ফি দিতে হবে ৯০০ টাকা এবং একটি বিষয়ের জন্য ৩৭৫ টাকা ফি দিতে লাগবে।
SC, ST, PwD, PwBD ও তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীদের তিনটি বিষয়ে একসঙ্গে আবেদন করলে আবেদন ফি ৮০০ টাকা এবং অতিরিক্ত একটি বিষয়ের উপর ৩৫০ টাকা দরকার পড়বে।
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে, এবছরের CUET UG ২০২৬ পরীক্ষা আগামী ১১ থেকে ৩১ মে হবার সম্ভাবনা রয়েছে। দেশের ৩০৬ টি এবং বিদেশের ১৪ টা শহরে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং CUET UG পরীক্ষাটি কম্পিউটার বেস্ট টেস্ট ( CBT) পদ্ধতিতে হবে।
পরীক্ষার্থীরা https://cuet.nta.nic.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে।

