ভারতীয় পাসপোর্ট তৈরির জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস – 2025 সম্পূর্ণ গাইডঃ আপনি যদি পাসপোর্ট তৈরি করতে চান, তাহলে আপনার কাছে সঠিক উপযুক্ত ডকুমেন্টস থাকা অত্যন্ত জরুরি। আর এই সমস্ত ডকুমেন্টস থাকলে আপনি খুব সহজেই পাসপোর্ট তৈরি করতে পারবেন।আজকের এই পোস্টে আমরা জেনে নিচ্ছি, ভারতীয় পাসপোর্ট তৈরি করতে কী কী ডকুমেন্টস লাগে, এর পাশাপাশি অনলাইন আবেদন করার পদ্ধতি এবং গুরত্বপূর্ণ একটি ধাপ পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত নথি।
পাসপোর্ট তৈরির জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস (Documents Required for Indian Passport 2025):- পাসপোর্ট তৈরি করার জন্য নিচে উল্লেখিত নথিপত্রের মধ্যে যেকোনো একটি করে ডকুমেন্টস লাগবে। একটি ঠিকানার প্রমাণ (Address Proof) আর অপরটি বয়সের প্রমাণ পত্র (Date Of Birth Proof)।
পাসপোর্ট তৈরি করতে ঠিকানা প্রমাণ (Passport Address Proof Documents): – [যেকোনো 1 টি থাকলেই হবে]
1) Water Bill – জলের বিলের নথি
2) Telephone (landline or post paid mobile bill) – টেলিফোন বিল (ল্যান্ডলাইন বা পোস্টপেইড মোবাইল)
3) Electricity bill – বিদ্যুৎ বিল
4) Income Tax Assessment Order – আয়কর কাগজ
5) আধার কার্ড
6) ভোটার কার্ড
7) Proof of Gas Connection – গ্যাস সংযোগের প্রমাণপত্র
8) Certificate from Employer of reputed companies on letter head – প্রতিষ্ঠিত কোম্পানির নিয়োগকর্তার অফিসিয়াল লেটারহেডে দেওয়া সার্টিফিকেট।
9) Spouse’s passport copy – স্বামীর/স্ত্রীর পাসপোর্টের ফটোকপি (প্রথম ও শেষ পৃষ্ঠা সহ – যেখানে আবেদনকারীর নাম স্বামী/স্ত্রী হিসাবে উল্লিখিত রয়েছে এবং ঠিকানা মিলছে)
10) Parent’s passport copy, in case of minors – নাবালকদের ক্ষেত্রে পিতামাতার পাসপোর্ট কপি (প্রথম ও শেষ পৃষ্ঠা)
11) Rent Agreement – বাড়িভাড়া নেওয়ার চুক্তিপত্র
12 Photo Passbook of running Bank Account – চলমান ব্যাংক অ্যাকাউন্টের ফটোসহ পাসবুক (শুধু পাবলিক সেক্টর ব্যাংক, প্রাইভেট ভারতীয় ব্যাংক বা আঞ্চলিক গ্রামীণ ব্যাংক গ্রহণযোগ্য)।
পাসপোর্ট তৈরি করতে জন্মের প্রমান পত্র (Passport Date Of Birth l Proof Documents List ): [যেকোনো 1 টি]
1) যাদের জন্ম 01 অক্টোবর 2023 সালের পরে, তাদের জন্ম সার্টিফিকেট বাধ্যতামূলক লাগবে।
★ যাদের জন্ম 01 অক্টোবর 2023 সালে আগে, তাদের জন্মের প্রমাণ স্বরূপ নিচের নথির মধ্যে একটি থাকলেই হবে –
1) জন্ম সার্টিফিকেট
2) প্যান কার্ড
3) স্কুল সার্টিফিকেট / মাধ্যমিক এডমিট কার্ড ইত্যাদি
4) ড্রাইভিং লাইসেন্স
5) ভোটার কার্ড
6) ভারতীয় জীবন বীমা কর্পোরেশন বা পাবলিক কোম্পানি দ্বারা জারি করা পলিসি বন্ড যাতে বীমা পলিসির ধারকের জন্ম তারিখ থাকে।
7) আবেদনকারীর চাকরির রেকর্ডের একটি উদ্ধৃতাংশ (শুধুমাত্র সরকারি কর্মচারীদের ক্ষেত্রে) অথবা বেতন পেনশন আদেশ (অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ক্ষেত্রে) এর একটি অনুলিপি, যা আবেদনকারীর সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগের প্রশাসনের দায়িত্বে থাকা কর্মকর্তা কর্তৃক যথাযথভাবে সত্যায়িত বা প্রত্যয়িত, যার জন্ম তারিখ থাকবে।
★ মাধ্যমিক পাশ করলে, মাধ্যমিক পাশ সার্টিফিকেট কিংবা তার সমতূল্য পরীক্ষার সার্টিফিকেট দরকার পরবে।
শিশুদের জন্য কি কি ডকুমেন্টস লাগবে পাসপোর্ট তৈরি করার জন্য (১৮ বছরের নিচে):-
1) জন্ম সার্টিফিকেট।
2) বাবা/মায়ের পাসপোর্ট কপি
3) অনুমতিপত্র (Annexure D)
পাসপোর্ট অনলাইন আবেদন পদ্ধতি 2025 (Passport Online Apply Step By Step 2025):
1) passportindia.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে রেজিস্ট্রেশন করুন।
2) এরপর সঠিকভাবে আবেদন ফর্ম পূরণ করুন।
3) এরপরঅ্যাপয়েন্টমেন্ট বুক করুন ও পেমেন্ট করুন।
4) নির্ধারিত তারিখে পাসপোর্ট অফিসে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করুন।
5) এরপর পুলিশ ভেরিফিকেশন হবে আপনার বর্তমান ঠিকানার থানায়।
6) পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হলে 7 থেকে 90 দিনের মধ্যে পাসপোর্ট হাতে পাবেন।
পুলিশ ভেরিফিকেশন কেন জরুরি?
পাসপোর্ট হাতে পেতে, পুলিশ ভেরিফিকেশন একটি গুরুত্বপূর্ণ ধাপ। পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে আবেদনকারীর পরিচয় ও ঠিকানা যাচাই করা হয়ে থাকে। পুলিশ ভেরিফিকেশন এর মাধ্যমে নিশ্চিত করা হয়, পাসপোর্টের জন্য আবেদনকারী ব্যক্তি ভারতের বৈধ নাগরিক এবং তার বিরুদ্ধে কোনো আইনত অপরাধ বা মামলার রেকর্ড নেই।
পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন ডকুমেন্টস কি কি লাগবে (Passport Police Verification Documents List):
1) ঠিকানা ও ব্যক্তিগত পরিচয় যাচাইয়ের জন্য – বসবাসের প্রমাণপত্র (আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড)।
2) জন্মের প্রমাণ পত্র স্বরূপ – জন্ম সার্টিফিকেট, মাধ্যমিক পাশ সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট ইত্যাদি।
3) অপরাধমূলক রেকর্ড (Criminal Record) – আবেদনকারীর বিরুদ্ধে কোনো আপরাধমূলক মামলা বা গ্রেফতারি পরোয়ানা রয়েছে কিনা, তা পুলিশ চেক করবেন এই ধাপে, এরজন্য কোনো ডকুমেন্টস এর প্রয়োজন নেই।
4) আবেদনকারীর বাবা/মায়ের তথ্য যাচাই – এরজন্য বাবা/মায়ের – আধার কার্ড/ভোটার কার্ড/রেশন কার্ড / মৃত্যু হলে(মৃত্যু সার্টিফিকেট) ইত্যাদি।
5) আপনি কোন এলাকায় বসবাস করছেন, তার প্রমাণ স্বরূপ – গ্রাম পঞ্চায়েত কিংবা নির্দিষ্ট দপ্তরের বসবাসের সার্টিফিকেট।
6) আবেদনকারী শিক্ষিত হলে – পড়াশোনার সার্টিফিকেট।
7) অনেক সময় জমির দলিলও চাওয়া হতে পারে (বাবা/ঠাকুরদার) – বসবাসের প্রমাণপত্র স্বরূপ।
পুলিশ ভেরিফিকেশন কোথায় হবে?
পাসপোর্ট আবেদন করার পর, প্রথমত পাসপোর্ট অফিসে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন ও ফটো উঠে আসতে হবে। এরপর আপনার উল্লেখিত ঠিকানার লোকাল থানা থেকে ফোন করে ডাকা হবে। এরপর সেখানে আবেদনকারীকে নিজে থেকে উপস্থিত থেকে ডকুমেন্টস দেখা হবে। পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গেলে, আপনার বাড়িতে পাসপোর্ট চলে আসবে।