ই শ্রম কার্ড সংশোধন ও ই শ্রম কার্ড ডাউনলোড মোবাইলে ফ্রি

Published By: MD 360 NEWS | Updated:
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

কেন্দ্র সরকার অসংগঠিত শ্রমিকদের জন্য ই-শ্রম পোর্টাল চালু করেছেন। প্রতিদিন সারা ভারত জুড়ে প্রচুর অসংগঠিত শ্রমিক এখানে আবেদন করছেন। ই শ্রম পোর্টাল থেকে আপনি খুব সহজেই ই শ্রম কার্ড অনলাইন আবেদন করে ডাউনলোড করতে পারবেন। এই কার্ডটি থাকলে আপনি বর্তমানে ও ভবিষ্যতে অনেক সুযোগ সুবিধা পাবেন। আপনি যদি কার্ড টি বানিয়ে থাকেন তাহলে কিভাবে কার্ডটি ডাউনলোড করতে পারবেন কিংবা আপনার কার্ডে যদি কোনোরকম ভুল থাকে তাহলে কিভাবে আপনি তা সংশোধন করতে পারবেন তা দেখে নিবো আজকের পোস্টে।নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো….

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১) প্রথমে আপনাকে ই শ্রম কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইট লিংক নিচে দেওয়া হলো….


২) এরপর E Shram Card Update Option এ ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে মোবাইল নাম্বার বসিয়ে দিন ও ওটিপি বসিয়ে দিয়ে সাবমিট করুন
৪) এরপর আপনার মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ OTP আসবে তা বসিয়ে দিয়ে এগিয়ে যান।
৫) এরপর আপনাকে আপনার আধার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে এগিয়ে যেতে হবে।


৬) এরপর আপনার সামনে দুটো অপশন আসবে একটি
E Shram UAN Card Download আর একটি Update Profile এর।
৭) এরপর আপনার যা যা ভুল রয়েছে তা আপনি সঠিক ভাবে বসিয়ে দিয়ে সংশোধন করে নিন ও কার্ড ডাউনলোড করে নিন।

ওয়েবসাইট লিংকঃ- Link

E Shram Registration Online Bengali Video:- দেখুন

বিঃদ্রঃ- Md 360 News পোর্টাল আপনাদেরকে সদা সর্বদা নির্ভুল খবর দিয়ে থাকে। রাজ্য বা কেন্দ্র, দেশ কিংবা বিদেশের সরকারি ও বেসরকারি চাকরির আপডেট ও খবর সবার আগে দেখুন Md 360 News পোর্টালে। তবে মনে রাখবেন, Md 360 News পোর্টাল কোনো নিয়োগকারী সংস্থা নয়। আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে, তা সহজ সরল ভাষায় Md 360 News পোর্টালে আর্টিকেল আকারে তুলে ধরে থাকি। যাতে আপনারা সহজেই পশ্চিমবঙ্গের বিশ্বস্ত পোর্টালের(Md 360 News) মাধ্যমে, তা হাতের গোড়ায় পেয়ে থাকেন।
About Author