খাদ্য দপ্তরের তরফ থেকে নতুন ওয়েবসাইট চালু করা হলো।06/04/2022 তারিখে এই নতুন পোর্টালটি চালু হয়। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করবো ও দেখে নিচ্ছি যে, এই নতুন পোর্টাল থেকে রেশন কার্ডের কি কি কাজ করতে পারবেন।
রেশন কার্ডের নতুন ওয়েবসাইটের লিংক(Ration Card New Portal Launch 2022) –
https://wbfss.wb.gov.in/
নতুন ওয়েবসাইটে কিভাবে আসবেনঃ- আপনি খাদ্য দপ্তরের এই নতুন পোর্টালে দুইভাবে আসতে পারবেন।
ক) http://food.wb.gov.in এই ওয়েবসাইটের উপরেই New Website অপশন থেকে। কিংবা খ) Google এ গিয়ে wbfss.wb.gov.in লিখে সার্চ করলেও আপনি এই ওয়েবসাইটে খুব সহজেই আসতে পারবেন।
রেশন কার্ডের নতুন ওয়েবসাইটে কি কি কাজ করতে পারবেনঃ-
১) আপনি আপনার রেশন কার্ড এর স্ট্যাটাস চেক করতে পারবেন।
২) রেশন কার্ড অনলাইনে ডাউনলোড করতে পারবেন।
৩) রেশন কার্ডে আধার কার্ড লিংক করতে পারবেন।
৪) রেশন কার্ড আধার লিংক হয়েছে কিনা চেক করতে পারবেন।
৫) দুয়ারে সরকার, দুয়ারে রেশন ইত্যাদি প্রকল্প সম্বন্ধে জানতে পারবেন।
৬) আপনার রেশন কার্ড অনুয়ায়ী কতগুলো করে রেশন দোকানে চাল,গম,আটা ইত্যাদি পাবেন দেখতে পারবেন।
৭) নতুন রেশন কার্ড, সংশোধন, পরিবর্তন, ট্রান্সফার, রেশন দোকান পরিবর্তন ইত্যাদির সমস্ত ফরম ডাউনলোড লিংক।
৮) ধান সরকারকে দেওয়ার পর কবে টাকা পাবেন স্ট্যাটাস ইত্যাদি সবকিছু।
৯) রেশন কার্ড এর অফিসিয়াল Application Download করতে পারবেন।
১০) খাদ্য দপ্তরের তরফ থেকে চাকরির নোটিফিকেশন পাবেন এই ওয়েবসাইটে।
এককথায় আপনি যদি ওয়েবসাইটে একবার প্রবেশ করেন তাহলে সবকিছুই আপনি আরও ভালো ভাবে দেখতে পারবেন। উপরে উল্লেখিত সুবিধা ছাড়াও আরও অসংখ্য সুবিধা পাবেন।
ওয়েবসাইট লিংকঃ– https://wbfss.wb.gov.in/
সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ লিংক