ট্রেন্ডিং খবর

ডিসেম্বরে জিমেইল আইডি ডিলিট করে দিবে Google,বাঁচাতে এটি করুন আজকেই

google_news
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

গুগল হলো(Google Account) বিশ্বের সবচেয়ে সেরা সার্চ ইঞ্জিন। আমরা গুগল একাউন্ট এর মাধ্যমে গুগলের সমস্ত সুবিধা গুলো নিয়ে থাকি।এই গুগল একাউন্ট আমরা সাধারণত জিমেইল একাউন্ট বা জিমেইল আইডি হিসাবেই বেশি জেনে থাকি। অতএব আমরা যা জিমেইল নামে জেনে থাকি আসলে সেটিই হলো গুগল একাউন্ট। আমাদের প্রত্যেকের কাছে জিমেইল আইডি রয়েছে অনেকের কাছে আবার এক এর অধিক জিমেইল আইডি রয়েছে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কিন্তু এই জিমেইল আইডি নিয়ে বড়ো আপডেট দিলো গুগল কর্তৃপক্ষ। আমরা এই জিমেইল আইডি এর মাধ্যমে গুগল ড্রাইভার এ ফটো থেকে শুরু করে ভিডিও আপলোড করে থাকি।এবার সেই জিমেইল আইডি ডিলিট করে দেওয়া হবে।যদি আপনার জিমেইল আইডি ডিলিট করে দিয়ে থাকে গুগল তাহলে আপনি আর আপনার পার্সোনাল ফটো ভিডিও থেকে শুরু করে যাবতীয় দরকারী তথ্য যা গুগলের মাধ্যমে অর্থাৎ জিমেইল আইডির মাধ্যমে আপলোড করে রেখেছেন তা হারিয়ে ফেলতে যাচ্ছেন। তবে এই মুহূর্তে আপনাকে এই কাজটি করতে হবে।

গুগল এর তরফ থেকে জানানো হয়েছে, যদি আপনার জিমেইল আইডি তৈরি করার পর থেকে অর্থাৎ ২ বছর তা লগইন না করে থাকেন তাহলে আপনার জিমেইল আইডি ডিলিট করে দেওয়া হবে।

কিভাবে জিমেইল আইডিকে বাঁচাতে পারবেন,এরজন্য আপনাকে নিচের কয়েকটি ধাপ ফলো করতে হবেঃ-

১)আপনার জিমেইল ফোল্ডারটি অর্থাৎ যেখানে মেইল আসে তা লগইন করে মেসেজ পড়তে পারেন এবং আপনার বন্ধুদেরকে পাঠাতে পারেন।
২) গুগল ড্রাইভ ব্যবহার করে জিমেইল আইডিকে বাঁচাতে পারেন। এরজন্য Google Drive এ ফটো বা ভিডিও আপলোড করতে পারেন।
৩) এছাড়াও আপনার জিমেইল আইডি থেকে ইউটিউব ভিডিও দেখে Google Account কে ডিলিট এর হাত থেকে রক্ষা করতে পারবেন।
৪) গুগল একাউন্ট লগইন করে ছবি শেয়ার করেও একাউন্টকে সচল রাখতে পারবেন।
৫) এছাড়াও Play Store এ জিমেইল আইডি লগইন করে অ্যাপ ডাউনলোড এর মাধ্যমেও জিমেইল আইডি ঠিক রাখতে পারবেন।
৬) কিংবা আপনি গুগলের মধ্যে কিছু দরকারি বিষয় সার্চ করেও আপনার জিমেইল আইডি ডিলিট থেকে বাঁচাতে পারেন।

যদি আপনার ডিভাইসে সেটা মোবাইল হোক কিংবা কম্পিউটার বা লেপটপ,সেখানে যদি একাধিক Google অ্যাকাউন্ট সেট আপ করা থাকে,এবং আপনি যদি মনে করেন প্রতিটি অ্যাকাউন্ট 2-বছরের মধ্যে ব্যবহার করা হয়নি তাহলে উপরের স্টেপ গুলো ফলো করুন। নয়তো ডিসেম্বর এর ১ তারিখ 2023 এর মধ্যে এই নতুন নীতির কারণে আপনার Google অ্যাকাউন্ট অর্থাৎ Gmail I’d মুছে ফেলা হবে।

Related Articles

Back to top button