Death Certificate Apply: মৃত্যু শংসাপত্র অনলাইন আবেদন ও ডাউনলোড নতুন পদ্ধতি দেখুন!
পশ্চিমবঙ্গ সরকার মৃত্যু শংসাপত্র আবেদনের প্রক্রিয়াকে আরও সহজ করে দিলো। এখন অনলাইনে বাড়িতে বসে মোবাইল দিয়েই মৃত্যু সার্টিফিকেট আবেদন ও ডাউনলোড করতে পারবেন, দেখুন বিস্তারিত!
মৃত্যু সার্টিফিকেট পাওয়া আরও সহজ হয়ে উঠলো। এখন আপনি অনলাইনে আবেদন করতে পারবেন মৃত্যু সার্টিফিকেট (Death Certificate)। অনলাইনে মৃত্যু শংসাপত্র আবেদন পাশাপাশি, অনলাইন থেকেই ডাউনলোড করে নিতে পারবেন মৃত্যু সার্টিফিকেট (Death Certificate Download)।
একজন ব্যক্তির মৃত্যুর পর, সেই পরিবারের সদস্যদের অবশ্যই মৃত ব্যক্তির মৃত্যু সার্টিফিকেট তৈরি করে নিতে হয়। কেননা মৃত্যু শংসাপত্র প্রমাণ করে যে, উক্ত ব্যক্তি আর জীবিত নেই। মৃত্যু শংসাপত্রের মাধ্যমে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি হস্তান্তর থেকে শুরু করে পেনশন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সরকারি নথি সংশোধন ইত্যাদি নানান কাজে দরকার পরে।
মৃত্যু শংসাপত্র পত্র আপনি দুই ভাবে আবেদন করতে পারবেন। এক আপনি অফলাইনে আবেদন করতে পারবেন। যদি আপনি গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাস করে থাকেন, তাহলে নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে অফলাইন আবেদন করতে পারবেন। আর আপনি যদি শহর এলাকায় বসবাস করে থাকেন, তাহলে আপনার পৌরসভায় যোগাযোগ করুন অফলাইনে আবেদন করার জন্য। আর দ্বিতীয়ত আপনি অনলাইনে সহজেই মৃত্যু শংসাপত্র আবেদন (Death Certificate Online Apply) করতে পারবেন।
Death Certificate Online Apply West Bengal 2025. How To Apply Death Certificate Online West Bengal 2025
ক) প্রথমে আপনাকে জন্ম মৃত্যু তথ্যের অফিসিয়াল পোর্টালে আসতে হবে।
খ) এরপর Menu তে ক্লিক করুন ও Citizen Service এ ক্লিক করুন।
গ) পরবর্তী ধাপে Death এ ক্লিক করুন ও Apply For New Registration এ ক্লিক করুন।
ঘ) পরবর্তী পেজে মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে Get Otp তে ক্লিক করুন, এরপর রেজিস্ট্রার মোবাইল নাম্বারে OTP আসবে তা উল্লেখ করে Submit OTP তে ক্লিক করুন।
ঙ) এরপর আপনার সামনে মৃত্যু সার্টিফিকেট অনলাইন আবেদন ফর্মটি চলে আসবে, তা সঠিকভাবে ফিলাপ করুন।
চ) আবেদন ফর্মে মৃতের তথ্য, মৃত্যুবরণ এর স্থান, মাতার তথ্য, পিতার তথ্য, মৃত্যুর সময় মৃতের ঠিকানা, মৃতের স্থায়ী ঠিকানা সহ ডকুমেন্টস ইত্যাদি আপলোড করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।
ছ) মৃত্যু সার্টিফিকেট অনলাইন আবেদন ফর্মটি সঠিক ভাবে ফিলাপ করে সাবমিট করলে, আপনার রেজিস্ট্রার মোবাইল নাম্বারে Acknowledgment Number চলে আসবে, যা দিয়ে Status Check করতে পারবেন ও সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
Death Certificate Online Apply West Bengal 2025 Link:- Apply
মৃত্যু সার্টিফিকেট স্ট্যাটাস চেক অনলাইন পদ্ধতিঃ-
ক) প্রথমে আপনাকে জন্ম মৃত্যু তথ্যের অফিসিয়াল পোর্টালে আসতে হবে।
খ) এরপর মেনুতে ক্লিক করুন, এরপর Citizen Services এ ক্লিক করে Death এ ক্লিক করুন।
গ) পরবর্তী ধাপে Track Application এ ক্লিক করুন।
ঘ) এরপর আবেদন করার সময় পাওয়া Acknowledgement নাম্বার ও মৃত্যুর তারিখ উল্লেখ করে চেক করপ দেখে নিন, আবেদন এপ্রুভ হয়েছে নাকি বাতিল হয়েছে।
মৃত্যু সার্টিফিকেট অনলাইন ডাউনলোড 2025 / Death Certificate Online Download 2025 West Bengal
১) প্রথমে আপনাকে জন্ম মৃত্যু তথ্যের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর মেনু>Citizen Services>Death এ ক্লিক করুন।
৩) পরবর্তী ধাপে Download Certificate এ ক্লিক করে Acknowledgement/Certificate নাম্বার উল্লেখ করে সার্চে ক্লিক করুন।
৪) সার্টিফিকেট এপ্রুভ হলে, রেজিস্ট্রার মোবাইল নাম্বারে OTP আসবে তা উল্লেখ করে সাবমিটে ক্লিক করে, মৃত্যু সার্টিফিকেট ডাউনলোড করে নিন।
জন্ম মৃত্যু তথ্যের অফিসিয়াল পোর্টাল লিংক:- ক্লিক
Death Certificate Form 2 Download Link:– Download
(বিঃদ্রঃ মৃত্যু সার্টিফিকেট অনলাইন আবেদন করতে কোনোরকম সমস্যা হলে নিকটবর্তী বিডিও অফিসে কিংবা নিকটবর্তী পৌরসভা অফিসে আধিকারিকদের সাথে যোগাযোগ করুন।)