রাজ্যে চালু হলো দুয়ারে রেশন প্রকল্প।যদি আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিংক না থাকে তাহলে আপনি আর রেশন পাবেন না।তবে আপনি যদি এখনো রেশন কার্ডের সাথে আধার কার্ড লিংক না করে থাকেন তাহলে আপনি বিভিন্ন ভাবে রেশন কার্ডের সাথে আধার কার্ড লিংক করতে পারবেন। আপনি অনলাইনে রেশন কার্ডের সাথে আধার কার্ড ও মোবাইল নাম্বার লিংক করতে পারবেন, এছাড়াও রেশন দোকানে গিয়ে আপনি আপনার রেশন কার্ডে আধার কার্ড ও মোবাইল নাম্বার লিংক করতে পারবেন।এর পাশাপাশি আপনি বাংলা সহয়তা কেন্দ্র থেকেও রেশন কার্ডের সাথে আধার কার্ড ও মোবাইল নাম্বার লিংক করতে পারবেন।
আপনি যদি রেশন কার্ডের সাথে আধার কার্ড লিংক করে নিয়েছেন, কিন্তু মনে সন্দেহ রয়েছে যে লিংক হয়েছে কি না, তাহলে এখন আপনি ১ মিনিটে সেটি যাচাই করতে পারবেন।
Ration Card Aadhar Card Link Status Check Online:-
১) প্রথমে আপনাকে খাদ্য দপ্তরে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর Inquiry অপশনে ক্লিক করে Check Aadhaar Linking Status এ ক্লিক করুন।
৩) এরপর আপনার রেশন কার্ড নাম্বার বসিয়ে দিন ও রেশন কার্ডের ধরন সিলেক্ট করে Check Status এ ক্লিক করুন।
৪) আপনার রেশন কার্ডে আধার কার্ড লিংক হয়েছে কিনা আপনি দেখতে পারবেন।
৫) রেশন কার্ডে আধার কার্ড লিংক হলে eKYC Done আসবে আর না হলে Note Done চলে আসবে।
রেশন কার্ড অফিসিয়াল ওয়েবসাইট লিংকঃ– Click