খাদ্য দপ্তরে নতুন মোবাইল অ্যাপস খাদ্য সাথী আমার রেশন, সমস্ত সমস্যার সমাধান মোবাইলে এখন
খাদ্য দপ্তরে নতুন মোবাইল অ্যাপস চালু করলো খাদ্য সাথী আমার রেশন(Khadya Sathi – Aamar Ration) মোবাইল অ্যাপস নামে।এখন একটি মোবাইলে অ্যাপসে রেশন কার্ডের সমস্ত সুবিধা পেয়ে যাবেন। প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে মোবাইল অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোরে গিয়ে Khadya Sathi – Aamar Ration লিখে সার্চ করলেই অ্যাপসটি চলে আসবে। এরপর ডাউনলোড করে খুলতেই বিভিন্ন অপশন দেখা যাবে যার মাধ্যমে বিভিন্ন সুবিধা পাবেন আপনি।
Ration Card Application Search:- এই অপশনের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার নতুন/সংশোধন/রেশন কার্ড ট্রান্সফার ইত্যাদির আবেদনের স্ট্যাটাস চেক করতে পারবেন। আপনি কত নম্বার ফর্ম ফিলাপ করেছেন তা সিলেক্ট করে নাম্বার বসিয়ে দিলেই সমস্ত ডিটেইলস চলে আসবে।
Check Entitlement Of Food Grains:- এই অপশন থেকে আপনার রেশন কার্ড ক্যাটাগরি অনুয়ায়ী কোন মাসে কতগুলো করে রেশন পাবেন,চাল,আটা/গম,চিনি ইত্যাদি তা চেক করতে পারবেন।
Ration Card Related Service:– এই অপশনের মাধ্যমে আপনি অসংখ্য কাজ করতে পারবেন অনলাইনে। যেমনঃ-
Form 3 New Subsidised Ration Card
Form 4 – Add New Member
Form 5 – Name & Address Change
Form 6 Change FPS
Form 7 – Surrender Ration Card
Form 8 – Ration Card Category Change
Form 9 – Duplicate Ration Card
Form 10-Non Subsidised Ration Card
Form 13 Shift Some Members of the Family
Form 14 – Shift an Individual to a New Family
আপনার যেই সমস্যা আপনি সেই অপশনে ক্লিক করে অনলাইনে তা সমাধান করতে পারবেন বাড়িতে বসে মোবাইল ফোন দিয়েই।
Find Nearest Ration FPS(Ration Shop):- এখানে আপনি দেখতে পারবেন যে,আপনার নিকটবর্তী কোন রেশন দোকান রয়েছে যেখানে চাল,আটা/গম,চিনি ইত্যাদি খাদ্য শষ্য দেওয়া হয় রেশনের। আপনার জেলার নাম, ব্লকের নাম ইত্যাদি দিয়ে সার্চ করে।
Find Neatest Kerosene Shop:- এখানে আপনি দেখতে পারবেন যে,আপনার নিকটবর্তী কোন রেশন দোকান রয়েছে যেখানে কেরোসিন তেল দেওয়া হয় রেশনের। আপনার জেলার নাম, ব্লকের নাম ইত্যাদি দিয়ে সার্চ করে।
Khadya Sathi – Aamar Ration App Download Link:-