আমরা কমবেশি প্রত্যেকেই ফেসবুক ও ইন্সটাগ্রাম ব্যবহার করে থাকি। আমরা সকলেই জানি ফেসবুক, ইন্সটাগ্রাম,টেলিগ্রাম,ইউটিউব ইত্যাদি একাউন্ট শুধুমাত্র সেলিব্রিটি কিংবা রাজনৈতিক মহলের উপর শ্রেণি মানুষদের ভেরিফাই করে দেওয়া হয়ে থাকে।
এখন সেলিব্রিটি হতে হবে না,আপনি যদি সোশাল মিডিয়া ব্যবহার করে থাকেন অর্থাৎ ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম তাহলে এখন আপনি আপনার নামে পাশে ব্লু টিক মার্ক এর জন্য আবেদন করতে পারবেন। এর আগের প্রতিবেদনে আমরা আলোচনা করেছিলাম ফেসবুক ব্লু টিক এর জন্য আবেদন পদ্ধতি। আজকে আমরা দেখে নিচ্ছি কিভাবে ইন্সটাগ্রাম একাউন্ট ভেরিফাই করতে পারবো? ভেরিফাই করার জন্য কি কি শর্ত রয়েছে ইন্সটাগ্রাম এর? নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…
How To Verify Instagram Account Online / Instagram Account Verify Tick Apply Online / Instagram Blue Tick Apply
১) প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে Instagram App টি ডাউনলোড করা থাকলে আপডেট করে নিতে হবে।
২) এরপর আপনাকে আপনার প্রোফাইল এ আসতে হবে।
৩) Profile এ উপরে তিনটি ড্যাশ রয়েছে সেখানে ক্লিক করুন।
৪) এরপর Meta Verified অপশনে ক্লিক করুন।
৫) পরবর্তী পেজে Subscription অপশনে ক্লিক করুন।
৬) এরপর আপনাকে ৬৯৯ টাকা অনলাইনে Upi Id / Wallet Money / Debit Card ইত্যাদি এর মাধ্যমে পেমেন্ট করে দিতে হবে।
৭) এরপর যেকোনো একটি ডকুমেন্টস আপলোড করতে হবে- ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, National Id Card, State Id। যেকোনো একটি ডকুমেন্টস সিলেক্ট করে Next এ ক্লিক করুন।
৮) পরবর্তী ধাপে ডকুমেন্টস টি ফটো করে আপলোড করে সাবমিট করলেই আবেদন হয়ে যাবে।
৯) এরপর ৪৮ ঘন্টার মধ্যে রিভিউ করে আপনার একাউন্ট ভেরিফাই করে দেওয়া হবে, আর না হলে টাকা ফেরত চলে আসবে।
Instagram Account Verify Blue Tick Apply:-