দেশজুড়ে ‘আই লাভ মুহাম্মদ’ ব্যানার ঘিরে বিতর্ক, ৩৮ জন গ্রেপ্তার জানুন বিস্তারিত!

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

উত্তর প্রদেশের কানপুর শহরে ঈদে মিলাদ-উন-নবী পালনের সময়ে ‘আই লাভ মুহাম্মদ’ (I Love Muhammad) ব্যানার টাঙানোকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক এখন দেশজুড়ে ভয়াবহ দমন অভিযানে রূপ নিয়েছে। এই ব্যানারকে কেন্দ্র করে অনেকের নামে এফআইআর দায়ের করে, সেই পরিপ্রেক্ষিতে উত্তর প্রদেশ সহ দেশের বেশ কয়েকটি শহরে মুসলমানরা বিক্ষোভ দেখিয়েছেন ।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর) জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ২১টি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত করা হয়েছে ১ হাজার ৩২৪ জন মুসলমানকে, গ্রেপ্তার হয়েছেন প্রায় ৩৮ জন।

শুধু উত্তর প্রদেশেই ১৬টি এফআইআর হয়েছে। এক হাজারের বেশি মুসলমানকে অভিযুক্ত করেছে পুলিশ।

সম্প্রতি চলমান বিতর্ক ‘আই লাভ মুহাম্মদ’ -কে ঘীরে উত্তরাখণ্ডের কাশীপুরে ৪০১ জনকে অভিযুক্ত করা হয়েছে, এবং গ্রেপ্তার ৭ জন। এছাড়াও দেশের বিভিন্ন শহরে বেশ কয়েকটি এফআইআর দায়ের করে এবং অনেকে গ্রেফতারও করেন।

মুসলিমর সম্প্রদায়ের মানুষের অভিযোগ করে বলেন শুধুমাত্র নিজেদের ধর্মীয় স্বাধীনতা প্রকাশ করার কারণে পুলিশ মুসলমানদের নিশানা করছে বলে ।

এই ঘটনায় পুলিশের ভূমিকার সমালোচনা করে এমপি আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, ‘আই লাভ মুহাম্মদ’ বলা অপরাধ নয়। যদি তা অপরাধ হয়, তবে আমি শাস্তি মাথা পেতে নেব।” তিনি অভিযোগ করেন, পুলিশ প্ররোচিত হয়ে মুসলিমদের বিরুদ্ধে মামলা করছে, যা সম্পূর্ণ অনুচিত।

এর পাল্টা জবাবে কানপুর পুলিশের ডেপুটি কমিশনার দীনেশ ত্রিপাঠি দাবি জানান, মামলা একারণে হয়েছে শোভাযাত্রার নির্ধারিত পথ ভেঙে অন্যত্র প্যান্ডেল বানানো এবং পোস্টার ছেঁড়াছেঁড়ির অভিযোগের জন্য। তিন আরো জানান ‘I Love Muhammad’ লেখার জন্য কারও বিরুদ্ধে FIR করা হয়নি।