চাকুরী প্রার্থীদের জন্য সুখবর, আরও প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো ভারতীয় নৌবাহিনী। শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীরা।নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…
পদের নামঃ– সেলার পদ (MR)।
শূন্যপদঃ– ৩০০ টি।
যোগ্যতাঃ– শুধুমাত্র মাধ্যমিক পাশ।
বয়সঃ– জন্মতারিখ হতে হবে ১ এপ্রিল ২০০২ থেকে ৩১ মার্চ ২০০৫-এর মধ্যে।
বেতনঃ– ট্রেনিং চলাকালীন প্রতি মাসে বেতন ১৪,৬০০ টাকা। ট্রেনিং শেষের পর ম্যাট্রিক্স লেভেল ৩ অনুযায়ী ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতিঃ– আবেদন করতে হবে অনলাইনে। দেশের সমস্ত রাজ্য থেকেই যোগ্য ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষা এবং শারীরিক পরীক্ষা এর মাধ্যমে নিয়োগ করা হবে। এর জন্য ১,৫০০ জন যোগ্য প্রার্থীকে ডাকা হবে।ইংরেজি এবং হিন্দি ভাষাতে পরীক্ষা হবে। বিষয় হিসেবে থাকবে ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান ও সাধারণ জ্ঞানের প্রশ্ন। সবই দশম শ্রেণি স্তরের।
আবেদনের শেষ তারিখঃ-Indian Navy Recruitment 2021 10th Pass Last Date:-
আবেদন করা যাবে আগামী ২ নভেম্বর পর্যন্ত অনলাইনে।
আবেদন করার লিংকঃ- https://www.joinindiannavy.gov.in/