মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য জাগো প্রকল্প চালু করেছেন। জাগো প্রকল্প থেকে মহিলাদের একাউন্টে ৫০০০ টাকা সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে রাজ্য সরকার।
স্বনির্ভর গোষ্ঠী মহিলারা এই প্রকল্পের আওতায় ৫ হাজার টাকা করে পাবেন ফ্রিতে। কিন্তু কিভাবে আবেদন করতে হয় এই জাগো প্রকল্পে।
জাগো প্রকল্প আবেদন পদ্ধতিঃ- জাগো প্রকল্পে আবেদন করতে হয় না। এরজন্য আপনার নাম স্বনির্ভর গোষ্ঠী দলে থাকতে হবে। GOVERNMENT OF WEST BENGAL DEPARTMENT OF SELF HELP GROUP & SELF EMPLOYMENT.
জাগো প্রকল্প কতা টাকা দেওয়া হয়ঃ- জাগো প্রকল্পে দেওয়া হয় ৫ হাজার টাকা করে।
জাগো প্রকল্পে টাকা পাওয়ার শর্তঃ-
১) স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে।
২) স্বনির্ভর দলের বয়স ১ বছর হতে হবে।
৩) স্বনির্ভর দলের একাউন্টে সেই টাকা পাঠানো হয়।
The eligibility criteria are –
1. All groups received cash credit limit or term loan or
2. All graded groups or
3. All groups matching the following conditions
(i) 1 Year from formation of SHG or 6 months from opening of an account whichever is earlier an and
(ii) Minimum deposit of Rs. 5000/- in the account.
আরও বিশদে জনাতে এই নাম্বারে কল করুনঃ- 7773003003