লিখিত পরীক্ষা ছাড়াই,শুধু ইন্টারভিউ দিয়ে রাজ্যে চাকরি অষ্টম শ্রেণি পাশে! দেখুন আবেদন পদ্ধতি?
রাজ্যে লিখিত পরীক্ষা ছাড়া ইন্টারভিউ দিয়ে কর্মী নিয়োগ করা হচ্ছে। অষ্টম শ্রেণি পাশ, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাশে কর্মী নিয়োগ করা হচ্ছে। দেখুন কিভাবে আবেদন করবেন এই সমস্ত পদে!
পশ্চিমবঙ্গ সরকারের সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ অর্থাৎ BDO Office থেকে নতুন চাকরির নোটিফিকেশন প্রকাশিত হলো। নিয়োগ করা হচ্ছে নিম্ন বিদ্যালয়ের একটি আশ্রম হোস্টেলে বেশ কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রার্থী বাছাই করা হবে শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে, লিখিত পরীক্ষা ছাড়াই এই সমস্ত পদে।
আজকের প্রতিবেদনে দেখে নিন কিভাবে আবেদন করবেন এই সমস্ত পদে, আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস চাওয়া হয়েছে, কোন পদে কত টাকা করে মাসিক বেতন দেওয়া হবে, আবেদন কতদিন পর্যন্ত চলবে, ইন্টারভিউ কবে অনুষ্ঠিত হবে? বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তি সহকারে দেখে নিন আজকের প্রতিবেদনে।
যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, তা হলো – ওয়ার্ডেন, নাইট গার্ড ও সুইপার। এই সমস্ত পদে নিয়োগ করা হবে সম্পূর্ণ চুক্তিভিত্তিক ভাবে ও অস্থায়ী। বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে, একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন জানাতে পারবে। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করলে, আবেদন বাতিল করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
ওয়ার্ডেন পদে আবেদন করার জন্য কি কি নথি লাগবে –
১) আবেদন পত্রটি সঠিক ভাবে ফিলাপ করতে হবে।
২) আবেদন পত্রে একটি পাসপোর্ট সাইজের ফটো।
৩) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র (স্নাতক,উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক)।
৪) যদি উক্ত কাজের কোনো অভিজ্ঞতা সার্টিফিকেট থাকে তাহলে দিতে হবে।
৫) বয়সের প্রমাণ পত্র ( ৩০ – ৫০ এর মধ্যে বয়স থাকতে হবে)।
৬) আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স।
নাইট গার্ড পদে আবেদন করার জন্য যে সমস্ত নথি থাকতে হবে, তা হলো –
১) সঠিক ভাবে আবেদন ফর্মটি ফিলাপ করতে হবে।
২) পাসপোর্ট সাইজের কালার ফটো।
৩) আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স।
৪) শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র।
৫) বয়সের প্রমাণ পত্র – কমপক্ষে ১৮ বছর থাকতে হবে।
সুইপার পদে আবেদন করার জন্য যে সমস্ত নথি চাওয়া হয়েছে, তা হলো –
১) আবেদন ফর্মটি সঠিক ভাবে ফিলাপ করতে হবে।
২) পাসপোর্ট সাইজের ফটো।
৩) আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স।
৪) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র (যদি থাকে)।
৫) বয়সের প্রমাণ পত্র – কমপক্ষে ১৮ বছর হতে হবে আবেদনকারীকে।
উক্ত পদে প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা ছাড়াই, শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে। ওয়ার্ডেন পদে মাসিক বেতন থাকবে ৫ হাজার টাকা করে, নাইট গার্ড পদে মাসিক বেতন রয়েছে ৩ হাজার টাকা করে ও সুইপার পদে মাসিক বেতন থাকবে ১ হাজার ৫০০ টাকা করে। নাইট গার্ড ও সুইপার পদে আবেদনকারীদের স্থানীয় বাসিন্দা হতে হবে, এরজন্য গ্রাম পঞ্চায়েত প্রধানের শংসাপত্র দিতে হবে।
ওয়ার্ডেন, সুইপার ও নাইট গার্ড পদে আবেদন জানাতে হবে অফলাইনে। এরজন্য আবেদন ফর্মটি সঠিকভাবে ফিলাপ করে উপযুক্ত নথি সহকারে, একটি মুখবন্ধ খামে মাটিয়ালী ব্লক কার্যালয়ে রাখা নির্দিষ্ট বক্সে জমা করতে হবে ২৪শে ডিসেম্বর বিকেল ৫ টার মধ্যে। ইন্টারভিউ অনুষ্ঠিত হবে এই সমস্ত পদের ১৩ই জানুয়ারি ২০২৫, বেলা ১১ টার দিকে সমষ্টি উন্নয়ন আধিকারিক, মাটিয়ালী সমষ্টি উন্নয়ন করণ, চালসা, জলপাইগুড়িতে।
Notification Download Link:- Click
Application Form Download Link:- Click
Website Link:- Click
Telegram Link:- Join Now Click