JENPAS UG 2025: জয়েন্ট বোর্ড প্রকাশ করল পরীক্ষার দিনক্ষণ, জানুন বিস্তারিত

Ealiash Rahaman
WhatsApp_Group
সব খবর মোবাইলে পেতে Whatsapp গ্রুপে জয়েন্ট করুন

রাজ্যের ইঞ্জিনিয়ারিং ( Wbjee) পরীক্ষার ফলাফল প্রকাশের পর এবার জেনপাস-ইউজি (JENPAH UG 2025)-র দিনক্ষণ ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সজামিনেশন বোর্ড(WBJEEB) ।২০২৫-২৬ শিক্ষাবর্ষে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (West Bengal Joint Entrance Examination Board) জেনপাস ভর্তি পরীক্ষা বিগত বছরের ন্যায় এবারও দুটো ইউনিটে পরীক্ষা এক‌ই দিনে হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

Join WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

সোমবার ফার্স্ট সেপ্টেম্বর জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। অনলাইনে আবেদন শুরু হবে সেপ্টেম্বরের আট (৮) তারিখ থেকে ষোলো ( ১৬ ) তারিখ পর্যন্ত। আর পরীক্ষার্থীরা ১৮ অক্টোবর পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

এরিমধ্যে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড (WBJEEB)-এর তরফ থেকে পড়ুয়াদের বেশ কিছু পরামর্শ দিয়ে ‘ইনফরমেশন বুলেটিন’- ৩০ পেজের পিডিএফ আপলোড করেছে ওয়েবসাইটে। জানানো হয়েছে, ফর্ম ফিলাপ করার পূর্বে যেসব বিষয় খেয়াল রাখা দরকার সেইসব এই ইনফরমেশন বুলেটিনে দেওয়া হয়েছে।

নিজের অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড, সিকিউরিটি কোয়েশ্চন কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

এই পরীক্ষা দিয়ে কোন কোন বিষয়ে পড়ার সুযোগ মিলবে-

  • বিএসসি নার্সিং ( Bachelor of Nursing )
  • বিপিটি (Bachelor of Physiotherapy)
  • বিএমএলটি ( Bachelor of Medical Laboratory Technology)
  • বিএসসি সিসিটি (B.Sc. in Critical Care Technology)
  • বিএসসি ওটিটি ((B.Sc. in Operation Theatre Technology)
  • বিএসসি পিটি (B.Sc. in Perfusion Technology)
  • বিএসসি পিএ. (B.Sc. in Physician Assistant)
  • বিএসসি পিএ. (B.Sc. in Physician Assistant)
  • বি.এসসি এম.এম. (B.Sc. in Medical Microbiology)
  • বি.এইচ.এ. (Bachelor in Hospital Management)
  • বি.ও.টি. (Bachelor of Occupational Therapy)
  • বি.এসসি আর.আই.টি. (B.Sc. in Radiology and Imaging Technique)
  • বি.এসসি সি.এস.আই.সি. (B.Sc. in Central Sterilization and Infection Control)
  • বি.এসসি আর টি. (B.Sc. in Respiratory Therapy)

আবেদনকারীর বৈধ মোবাইল এবং ইমেল আইডি থাকতে হবে। রেজিস্ট্রার্ড মোবাইল নম্বর এবং ইমেড আইডি-তে পরীক্ষা বা সে সংক্রান্ত তথ্য ( ওটিপি) পাঠানো হবে । ফলে সেগুলি না আসলে পড়ুয়ারা ফর্ম ফিলাপ অথবা পরীক্ষায় বসতেপারবে না।

ANM ও GNM 2025 পরীক্ষার ফর্ম ফিলাপ শুরু, উচ্চ মাধ্যমিক পাশ হলেই করতে পারবেন আবেদন

এছাড়াও আবেদনকারীর আবেদন সংক্রান্ত সমস্যা হলে ১৮ থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে ঠিক করতে পারবে বলে জানিয়েছে জয়েন্ট এন্ট্রান্স কর্তৃপক্ষ। এছাড়াও অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে ওয়েবসাইট এ পরীক্ষার দশ দিন আগে অর্থাৎ ১০ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পরীক্ষা দিন পর্যন্ত ডাউনলোড করতে পারবে পরীক্ষার্থীরা।

জেনপাস ইউজি ফি :

এক পেপারের জন্য ফি ৫০০ টাকা, দুই পেপারের জন্য ৮০০ টাকা। এছাড়া SC ST OBC প্রার্থীদের জন্য কিছুটা ছাড় রয়েছে।