কলকাতা হাইকোর্ট থেকে নতুন চাকরি নোটিফিকেশন প্রকাশিত হলো। নিয়োগ করা হচ্ছে ট্রান্সলেটর পদে। অর্থাৎ চাকরি প্রার্থীদের ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে লিখতে হবে। আর এই কাজের জন্য রয়েছে মোটা অঙ্কের বেতনও। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে ট্রান্সলেটর (Translator Job Kolkata) পদে চুক্তিভিত্তিক ভাবে।
হাইকোর্টের তরফ থেকে গত ২৬শে ফেব্রুয়ারী একটি নোটিশ প্রকাশিত হয়েছে, বিজ্ঞপ্তি নং- 1618 -RG। ইতিমধ্যেই এই পদে আবেদন শুরু হয়েছে। আজকের প্রতিবেদনে দেখে নিন কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কত টাকা করে মাসিক বেতন রয়েছে, আসবে কতদিন পর্যন্ত চলবে ইত্যাদি বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তি সহকারে।
কলকাতা হাইকোর্ট থেকে কোন পদে নিয়োগ করা হচ্ছে?
কলকাতা হাইকোর্ট থেকে প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে, নিয়োগ করা হচ্ছে ট্রান্সলেটর (Kolkata High Court Translator Job 2025) পদে অর্থাৎ অনুবাদক পদে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তির দায়িত্ব হবে আদালতের ইংরেজি ভাষায় লেখা রায়গুলোকে বাংলায় অনুবাদ করা।
কলকাতা হাইকোর্টের ট্রান্সলেটর পদে কত টাকা করপ মাসিক বেতন থাকবে? (What is the salary of translator in Calcutta High Court?)
এই অনুবাদক পদে (Kolkata High Court Translator Job 2025) নিয়োগপ্রাপ্ত ব্যক্তির মাসিক বেতন থাকবে 50 হাজার টাকা করে।
Translator পদে আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে?
ট্রান্সলেটর পদে আবেদন করার জন্য বয়স চাওয়া হয়েছে সর্বোচ্চ 65 বছর বয়সের মধ্যে। বয়স হিসেব করা হবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অনুযায়ী।
Translator পদে কিভাবে প্রার্থী বাছাই করা হবে?
কলকাতা হাইকোর্টের তরফ থেকে প্রকাশিত নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে, প্রার্থী নির্বাচন করা হবে আলোচনামূলক সাক্ষাৎকার (interactive session) এর মাধ্যমে।
ট্রান্সলেটর পদে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে?
ক) আবেদনকারীর সাম্প্রতিক তোলা দুটি রঙিন পাসপোর্ট সাইজ ছবি, যেখানে নিজের স্বাক্ষর করা থাকবে। একটি ছবি আবেদনপত্রের উপরের ডান পাশে লাগাতে হবে, আর অন্যটি আবেদনপত্রের সঙ্গে স্ট্যাপল বা সেলাই করতে হবে।
খ) নিজের ঠিকানা লেখা একটি খাম (25সেমি × 11 সেমি), যার ওপর 45 টাকা মূল্যের ডাকটিকিট লাগানো থাকতে হবে।
গ) আবেদনকারীর জন্মতারিখের প্রমাণ হিসেবে মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ডের জেরক্স (নিজের স্বাক্ষর করা থাকবে সেখানে)।
ঘ) দশম ও দ্বাদশ শ্রেণির মার্কশিট ও সার্টিফিকেটের জেরক্স (নিজস্ব স্বাক্ষর থাকবে)।
কলকাতা হাইকোর্ট ট্রান্সলেটর পদে আবেদন করার জন্য যোগ্যতা কি থাকতে হবে?
ট্রান্সলেটর পদে আবেদন করার জন্য, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বিচার বিভাগ থেকে অবসর নেওয়া বিচারক হতে হবে। এর পাশাপাশি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে দশম ও দ্বাদশ শ্রেণি পাশ করে থাকতে হবে, যেখানে বাংলা একটি বিষয় হিসেবে থাকতে হবে এবং ইংরেজিও থাকতে হবে। এছাড়াও আবেদনকারীকে কম্পিউটার চালাতে জানতে হবে এবং টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে।
ট্রান্সলেটর পদে আবেদন করার নিয়ম?
আগ্রহী প্রার্থীদের Translator পদে আবেদন করতে হবে অফলাইনে। এর জন্য সাদা কাগজে (8.5” X 14”) হাতে লেখা বা টাইপিং করে আবেদন করতে হবে। এরপর আবেদন পত্র ও ডকুমেন্টস একটি মুখ বন্ধ খামে ভরাতে হবে, যেখানে খামের উপরের বাঁ দিকে পদের নাম লিখতে হবে। এরপর আবেদন পত্র ডাকযোগে বা সরাসরি জমা দিতে পারবেন।
কলকাতা হাইকোর্ট ট্রান্সলেটর পদে আবেদনের শেষ তারিখ?
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের এই অনুবাদক পদে সঠিক সময়ের মধ্যে আবেদন জানাতে হবে। কলকাতা হাইকোর্ট ট্রান্সলেটর পদে আবেদনের শেষ তারিখ হলো 18ই মার্চ 2025, বিকেল 4 টা 45 মিনিট।
Kolkata High Court Translator Recruitment Notification 2025:– Download