চাকুরী প্রার্থীদের জন্য সুখবর। কলকাতা পুলিশের তরফ থেকে আরও নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেখানে সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টর ও সার্জেন্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো।যেখানে ভারতের যেকোনো জায়গা থেকে যোগ্য ছেলে-মেয়েরা আবেদন করতে পারবেন(Kolkata Police Recruitment 2021 Sub Inspector, Lady Sub Inspector And Sergeant Recruitment Kolkata Police 2021)।নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো…
বিজ্ঞপ্তি নাম্বারঃ– WBPRB/NOTICE – 2021/21 (SI_KP – 21)
পদের নামঃ– সাব ইন্সপেক্টর (Kolkata Police Sub Inspector Recruitment 2021)
শিক্ষাগত যোগ্যতাঃ– যেকোনো স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ থাকতে হবে। পাশাপাশি বলা হয়েছে লেখা,পড়া ও বলার ক্ষেত্রে বাংলা ভাষায় দক্ষতা লাগবে(দার্জিলিং ও কালিম্পং আদিবাসীদের ক্ষেত্রে ছাড় রয়েছে)।
বয়সঃ– আবেদন কারীর বয়স থাকতে হবে ২০ থেকে ২৭ বছরের মধ্যে। বয়স হিসেব করা হবে ০১/০১/২০২১ অনুয়ায়ী। সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। SC & ST প্রার্থীরা পাবেন ৫ বছর ছাড় বয়সের ও OBC প্রার্থীরা পাবেন ৩ বছর বয়সের ছাড়।
শূন্যপদঃ– মোট শূন্যপদ এই পদে ১৮১ টি।যেখানে UR-১০১টি, SC-৪১টি, ST-৯টি,OBC(A)-১৯টি ও OBC(B)-১১ টি।
বেতনঃ– সাব ইন্সপেক্টর পদে বেতন রয়েছে প্রতি মাসে ৭ হাজার ১০০ থেকে ৩৭ হাজার ৬০০ টাকা সাথে গ্রেড পে ৩ হাজার ৯০০ টাকা।
শারীরিক কাঠামোঃ– সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে গেলে উচ্চতা থাকতে হবে ১.৬৭ মিটার, বুকের ছাতি থাকতে হবে ৭৯ সেমি এবং ওজন হতে হবে ৫২ কেজি।
পদের নামঃ– লেডি সাব ইন্সপেক্টর।(Kolkata Police Lady Sub Inspector Recruitment 2021)
শূন্যপদঃ– মোট শূন্যপদ ২৭ টি।যেখানে UR-১০ টি,SC-১০টি,ST-২টি,OBC(A)-২ টি ও OBC(B)- ৩ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ– যেকোনো স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ থাকতে হবে। পাশাপাশি বলা হয়েছে লেখা,পড়া ও বলার ক্ষেত্রে বাংলা ভাষায় দক্ষতা লাগবে(দার্জিলিং ও কালিম্পং আদিবাসীদের ক্ষেত্রে ছাড় রয়েছে)।
বয়সঃ– আবেদন কারীর বয়স থাকতে হবে ২০ থেকে ২৭ বছরের মধ্যে। বয়স হিসেব করা হবে ০১/০১/২০২১ অনুয়ায়ী। সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। SC & ST প্রার্থীরা পাবেন ৫ বছর ছাড় বয়সের ও OBC প্রার্থীরা পাবেন ৩ বছর বয়সের ছাড়।
বেতনঃ– লেডি সাব ইন্সপেক্টর পদে বেতন রয়েছে প্রতি মাসে ৭ হাজার ১০০ থেকে ৩৭ হাজার ৬০০ টাকা সাথে গ্রেড পে ৩ হাজার ৯০০ টাকা।
শারীরিক কাঠামোঃ-লেডি সাব ইন্সপেক্টর পদে আবেদন করতে গেলে উচ্চতা থাকতে হবে ১.৬০ মিটার এবং ওজন হতে হবে ৪৫ কেজি।
পদের নামঃ– সার্জেন্ট(Kolkata Police Sergeant Recruitment 2021)
শূন্যপদঃ– সার্জেন্ট পদে মোট শূন্যপদ ১২২ রি।যেখানে UR-৬০ টি,SC-১৬টি,ST-২৫টি,OBC(A)- ১২ টি ও OBC(B)- ৯ টি।
শিক্ষাগত যোগ্যতাঃ– যেকোনো স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ থাকতে হবে। পাশাপাশি বলা হয়েছে লেখা,পড়া ও বলার ক্ষেত্রে বাংলা ভাষায় দক্ষতা লাগবে(দার্জিলিং ও কালিম্পং আদিবাসীদের ক্ষেত্রে ছাড় রয়েছে)।
বয়সঃ- আবেদন কারীর বয়স থাকতে হবে ২০ থেকে ২৭ বছরের মধ্যে। বয়স হিসেব করা হবে ০১/০১/২০২১ অনুয়ায়ী। সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। SC & ST প্রার্থীরা পাবেন ৫ বছর ছাড় বয়সের ও OBC প্রার্থীরা পাবেন ৩ বছর বয়সের ছাড়।
বেতনঃ– সার্জেন্ট পদে বেতন রয়েছে প্রতি মাসে ৭ হাজার ১০০ থেকে ৩৭ হাজার ৬০০ টাকা সাথে গ্রেড পে ৩ হাজার ৯০০ টাকা।
শারীরিক কাঠামোঃ– সার্জেন্ট পদে আবেদন করতে চাইলে উচ্চতা হতে হবে ১.৭৩ মিটার।আর বুকের ছাতি থাকতে হবে ৮৬ সেমি ও ওজন ৬০ কেজি।
আবেদন পদ্ধতিঃ– আবেদন করা যাবে অনলাইনে ও অফলাইনে।আবেদন শুরু হবে ১৯শে জুলাই ২০২১ থেকে। আবেদন চলবে ১৯শে আগষ্ট ২০২১ পর্যন্ত। আবেদন করার লিংক ও আবেদন ফর্ম ডাউনলোড লিংক নিম্নে দেওয়া রয়েছে।
আবেদন ফিঃ– SC & ST প্রার্থীদের আবেদন ফি লাগবে না, শুধুমাত্র প্রসেসিং ফি ২০ টাকা লাগবে সাথে ২৩ টাকা জিএসটি যুক্ত হবে।আর বাকিদের ক্ষেত্রে ২৫০+২০ টাকা আবেদন ফি লাগবে।
Website Link:- http://wbpolice.gov.in/
Official Notification Download Link:-