কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পাবেন দেখুন লিস্টে নাম

Published By: MD 360 NEWS | Updated:
সব খবর মোবাইলে পেতে ফলো করুন গুগুল নিউজ

কৃষকদের জন্য রাজ্য সরকার ও কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্প চালু করেছেন। কেন্দ্র সরকারের রয়েছে PM Kisan Samman Nidhi Yojana। আর রাজ্য সরকারের রয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্প (Krishak Bandhu New Scheme)।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় নূন্যতম ৪ হাজার টাকা ও উপরে দেওয়া হয় ১০ হাজার টাকা। কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় রবি মরশুম ও খরিফ মরশুমে। এছাড়াও কোনো কৃষক বন্ধু যদি ৬০ বছরের মধ্যে মারা যান, তাহলে সেই কৃষক বন্ধুর পরিবার রাজ্য সরকারের তরফে এককালীন ২ লাখ টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকে।

গত বছর(২০২২) ডিসেম্বর মাস থেকে রবি মরশুমের কৃষক বন্ধু প্রকল্পের কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। যেসমস্ত কৃষকদের নাম কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত রয়েছে তারা প্রত্যেকেই এবার কৃষক বন্ধু নতুন প্রকল্পের রবি মরশুমলর টাকা নিজের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে।

কৃষক বন্ধু প্রকল্পের টাকা সেই সমস্ত আবেদনকারীই পাবে,যেসমস্ত কৃষকের Account Valid রয়েছে। কৃষক বন্ধু নতুন প্রকল্পের টাকা যেহেতু পাঠানো শুরু হয়েছে, তাই ধাপে ধাপে প্রত্যেক কৃষকদের একাউন্টটে টাকা চলে আসবে।

কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আপনার একাউন্টে আসবে, নাকি আসবে না, কিভাবে চেক করবেন দেখুনঃ-

১) প্রথমে আপনাকে krishakbandhu.net এর অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে।
২) এরপর নথিভুক্ত কৃষকের তথ্য এই অপশনে ক্লিক করুন।
৩) এরপর আবেদনকারী কৃষকের ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিয়ে সার্চ করুন।
৪) অবশেষে আপনি আপনার স্ট্যাটাস দেখতে পারবেন, দেখে নিন আপনার Account Valid রয়েছে নাকি Account Invalid। Account Invalid হলে নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করুন।

Website Link:- Click

সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হনঃ- লিংক

বিঃদ্রঃ- Md 360 News পোর্টাল আপনাদেরকে সদা সর্বদা নির্ভুল খবর দিয়ে থাকে। রাজ্য বা কেন্দ্র, দেশ কিংবা বিদেশের সরকারি ও বেসরকারি চাকরির আপডেট ও খবর সবার আগে দেখুন Md 360 News পোর্টালে। তবে মনে রাখবেন, Md 360 News পোর্টাল কোনো নিয়োগকারী সংস্থা নয়। আমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে, তা সহজ সরল ভাষায় Md 360 News পোর্টালে আর্টিকেল আকারে তুলে ধরে থাকি। যাতে আপনারা সহজেই পশ্চিমবঙ্গের বিশ্বস্ত পোর্টালের(Md 360 News) মাধ্যমে, তা হাতের গোড়ায় পেয়ে থাকেন।
About Author