কৃষক বন্ধু (নতুন) প্রকল্প আবেদন ফর্ম ২০২৫ ডাউনলোড ও ফিলাপ পদ্ধতি দেখুন? এই ডকুমেন্টস থাকলে ১০ হাজার টাকা পাবেন!
কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের আবেদন পদ্ধতি ও আবেদন ফর্ম ২০২৫ ডাউনলোড পদ্ধতি দেখুন। এর পাশাপাশি কি কি নথির দরকার পড়বে দেখুন। এই প্রকল্পে সর্বনিম্ন ৪ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা করে দেওয়া হয়।
পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো কৃষকদের জন্য, কৃষক বন্ধু (নতুন) প্রকল্প। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সর্বোচ্চ বছরে ১০ হাজার টাকা ও সর্বনিম্ন ৪ হাজার টাকা করে দিয়ে থাকে।
কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের সুবিধা পেতে অবশ্যই আপনাকে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে হবে। এছাড়াও কোনো কৃষক বন্ধুর যদি অকাল মৃত্যু হয়ে থাকে, তাহলে তাদের পরিবারকে রাজ্য সরকার এককালীন ২ লক্ষ টাকা দিয়ে থাকে।
কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের আবেদন পদ্ধতি খুবই সহজ। প্রথমত, আপনাকে নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প কিংবা নিকটবর্তী কৃষি অফিস থেকে কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। এরপর সঠিক ভাবে আবেদন ফর্মটি ফিলাপ করুন। কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের আবেদন ফর্মের সাথে উপযুক্ত নথি একসঙ্গে করে, যেই অফিস বা ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করেছেন সেখানেই জমা করুন।
কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবেঃ–
১) পাসপোর্ট সাইজের কালার ফটো,
২) জমির পরচা, পাট্টা, বর্গানথি, বনবিভাগের পাট্টা,
৩) আধারকার্ড (বাধ্যতামুলক),
৪) ভোটারকার্ড (বাধ্যতামুলক),
৫) বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট -এর পাসবই এর প্রথম পাতার জেরক্স অথবা বাতিল চেক দিতে হবে (আধার কার্ড লিংক থাকতে হবে ব্যাংক অ্যাকাউন্টে ও সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে হবে)।
৬) ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার-এর সাথে সংযুক্ত মোবাইল নম্বর দিতে হবে (বাধ্যতামুলক)।
কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের মাধ্যমে কৃষকেরা ১ একর কিংবা তার বেশি জমি দিয়ে আবেদন করলে সর্বাধিক বছরে ১০ হাজার টাকা পেয়ে থাকে। আর ১ একর এর কম জমি থাকলে সর্বনিম্ন ৪ হাজার টাকা করে বছরে পেয়ে থাকেন। কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের টাকা দুটি কিস্তিতে সমান ভাগে দেওয়া হয়ে থাকে। একটি কিস্তি কৃষকেরা পেয়ে থাকেন খরিফ মরশুমে আর অপর একটি কিস্তি পেয়ে থাকেন রবি মরশুমে।
কৃষক বন্ধু (নতুন) প্রকল্পে আবেদন করার পর, সেই আবেদনের স্থিতি অনলাইনে যাচাই করতে পারবেন। নিচের ধাপ গুলো ফলো করুন…
১) প্রথমে আপনাকে Krishak Bandhu Prakalpa এর অফিসিয়াল ওয়েবসাইটে আসুন।
২) এরপর নথিভূক্ত কৃষকের তথ্যে ক্লিক করুন।
৩) পরবর্তী পেজে আধার কার্ড নাম্বার কিংবা ভোটার কার্ড নাম্বার উল্লেখ করে চেক করুন।
৪) যদি এপ্রুভ হয়ে যায়, তাহলে নিচে সমস্ত কিছু দেখতে ও জানতে পারবেন।
Krishak Bandhu Prakalpa Status Check Online Link:- Click
Krishak Bandhu Prakalpa Application Form 2025 Download Link:- Download